X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘এখন রিকশাচালক স্মার্টফোন চালান, গৃহপরিচারিকা চালান ফেসবুক’

পিরোজপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ২০:৪৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২০:৪৬

শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘সমাজে মানুষরূপী অমানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের সমাজে মানুষের অভাব নেই। কিন্তু মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। অমানুষের হাত থেকে জাতিকে, প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হলে আমাদের সন্তানদের নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে। যদি নীতি-নৈতিকতা শেখাতে না পারি তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে।’

শুধু পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ সবচেয়ে বেশি ধারণ করতে হবে। শিক্ষার্থীরা যত আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হবে, তাদের জীবন তত বিকশিত হবে। তারা যত বেশি মূল্যবোধ ধারণ করবে, তাদের ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। তাহলেই শিক্ষকের শিক্ষা পরিপূর্ণতা লাভ করবে।’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সদরের শহীদ ওমর ফারুক মিলনায়তনে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়ন বিস্ময় উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, ‘এই যে আধুনিক প্রযুক্তির উন্নয়ন—এটাই কিন্তু ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ কোনও অংশে পিছিয়ে নেই। আগে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের অথবা ভিক্ষুকের রাষ্ট্র হিসেবে দেখতো বিশ্ব। এখন কিন্তু ওই চোখে দেখে না। কারণ বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। এটিই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন, “আমাকে যদি ভোট দেন আমি বাংলাদেশকে ডিজিটাল করে দেবো। সেইসঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার করবো।” এই দুটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা।’

দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করা হবে জানিয়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘এখন দেশের রিকশাচালক স্মার্টফোন চালান, গৃহপরিচারিকা চালান ফেসবুক—এটাই ডিজিটাল বাংলাদেশ। এভাবেই এগিয়ে যাচ্ছে দেশ। এবার দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে। দেশের সব নাগরিক হবেন স্মার্ট। এক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে