X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে লঞ্চের ধাক্কায় ডুবেছে ৫টি নৌকা, জেলের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ২২:০৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২২:০৬

বরিশালের কালাবদর নদীতে এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চের ধাক্কায় পাঁচটি মাছধরা নৌকা ডুবে গেছে। এতে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন এক জেলে। 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জেলে এবং স্থানীয়রা লঞ্চে ভাঙচুর, কর্মচারীদের মারধর, মালামাল ও টাকা লুট করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত মেহেন্দিগঞ্জের চর শেফালি লঞ্চঘাট এলাকায় এসব ঘটনা ঘটে।

বিকালে বাকের মৃধা (৩৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়। তিনি হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। নিখোঁজ আরেক জেলে বাকিউল্লাহ সিকদারের (৪০) সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নৌ-পুলিশের মেহেন্দিগঞ্জের উলানিয়া ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ‘রবিবার ঢাকা থেকে ছেড়ে আসা এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চ রাত ৩টার দিকে চর শেফালি ঘাটে নোঙর করতে যায়। এ সময় ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে মাছধরা পাঁচটি নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাগুলো ডুবে যায়। নৌকাগুলোতে থাকা কয়েকজন জেলে সাঁতরে তীরে উঠলেও দুই জেলে নিখোঁজ হন। সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালায়। বিকালে এক জেলের লাশ উদ্ধার হলেও আরেক জেলের সন্ধান মেলেনি। রাত ৭টায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়।’

ফারুক হোসেন আরও বলেন, ‘দুর্ঘটনার পর উত্তেজিত জনতা লঞ্চে ভাঙচুর, কর্মচারীদের মারধর ও মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে লঞ্চটি উলানিয়া নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। ওই লঞ্চের যাত্রীদের বিকল্প নৌযানে গন্তব্যে পাঠানো হয়েছে।’

এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চের সুপারভাইজার সাইদুর রহমান বলেন, ‘রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদ্দেশ্যে রওনা দেয় আমাদের লঞ্চ। রাত ৩টার দিকে ঘণ কুয়াশার কারণে লঞ্চের মাস্টার সামনে কিছু দেখতে না পেয়ে পাঁচটি জেলে নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাগুলো ডুবে যায়। এ ঘটনার পর জেলে ও স্থানীয়রা লঞ্চে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়।’

তিনি বলেন, ‘হামলাকারীরা মাস্টারকে মারধর করতে গেলে তাকে রক্ষায় এগিয়ে যান লঞ্চের স্টাফ মাসুদ ও ইলিয়াস। তাদেরও মারধর করা হয়। আমাকেও মারধর করা হয়েছে। এছাড়া লঞ্চে রাখা ব্যবসায়ীদের দেড়শ কার্টন ফল, ২০ হাজার টাকা ও দুই ব্যারেল ডিজেল লুট করে নিয়ে যায় তারা। লঞ্চের তেলের পাইপের লাইনটি ভেঙে ফেলা হয়। এতে বিপুল পরিমাণ তেল নদীতে ভেসে গেছে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো।’

/এএম/
সম্পর্কিত
সুন্দরবনের দুবলার চরকমেছে শুঁটকি উৎপাদন, কষ্টের কথা জানালেন জেলেরা
সেন্টমার্টিনে স্পিডবোট-ডুবি, ১৯ যাত্রীকে জীবিত উদ্ধার
ডুবে যাওয়া ৬ হাজার বস্তা চালের ক্ষতিপূরণ দিতে হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!