X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

কুয়াকাটায় ঝাউগাছে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৫

পটুয়াখালীর কুয়াকাটায় ঝাউবনে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝাউবনের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই যুবকের প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তার নাম বিল্লাল মিয়া (২২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার উত্তর বিল ডাউলী এলাকার পান্নু মিয়ার ছেলে। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, ‘রবিবার বিকালে খবর পেয়ে পুলিশ তল্মরদেহি চালায় ঝাউবনে। সন্ধ্যায় বাগানের মধ্যে ঝাউগাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখে পুলিশ। আইডি কার্ড পেয়ে আমরা মানিকগঞ্জ সদর থানার ওসিকে তথ্য জানার জন্য বলেছি। মরদেহে পচন ধরেছে। চার থেকে পাঁচদিন আগে যুবকটি মারা গেছেন বলে ধারণা করছি। শরীরে কোনও আঘাতের চিহ্ন কিংবা গাছের ডালপালা ভাঙার আলামত দেখা যায়নি। আবার অনেক বড় গাছে একা গলায় ফাঁস লাগানো কিংবা বাগানের অতদূরে একা যাওয়াও অনেকের পক্ষে প্রায় অসম্ভব। সব কিছুই আমরা অনুসন্ধান করছি। তার প্যান্টের পকেটে একটি মোবাইল পাওয়া গেছে। সেটি বন্ধ ছিল।’

ওসি আরও বলেন, ‘তার প্যান্টের পকেটে মোবাইল, মানিব্যাগ সবই অক্ষত আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’  

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রউফ বলেন, ‘বিষয়টি তিনি মহিপুর থানার ওসির মাধ্যমে জানতে পেরেছেন। আইডি কার্ডের তথ্য অনুযায়ী ওই এলাকায় খোঁজ নিতে লোক পাঠানো হয়েছে। ওই এলাকার বিল্লাল নামে কেউ নিখোঁজ আছেন কিনা বা এমন কোনও জিডি তার থানায় আছে কিনা সেটিও দেখা হচ্ছে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়