X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পুলিশ ক্যাম্প থেকে ধর্ষককে ছেড়ে দেওয়ার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। গত ১২ ডিসেম্বর তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ঘটনার পর দিন বুধবার কাঁঠালিয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ক্যাম্প ইনচার্জ। সোমবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর এক ধর্ষক সাগর খানকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে।

এলাকাবাসী জানায়, ক্যাম্পের ইনচার্জ মতিয়ার রহমান খবর পেয়ে কিশোরী মেয়েটির কথা শুনে অভিযুক্ত সাগর খানকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন। চেচরীরামপুর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সেলিম খানের সন্তান সাগর খান। এ ঘটনায় কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল এসপি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছেন বলে জানান। বুধবার রাত সাড়ে ৭টার দিকে কাঁঠালিয়া থানা পুলিশ মেয়েটিকে ঘটনাস্থলে নিয়ে আসে।

সূত্র জানায়, ঘটনার সময় সাগরের সঙ্গে এলাকার মনির হোসেন, রাকিব ও ইব্রাহিম নামের আরও ৩ জন ছিল। এ বিষয়ে মেয়েটির মোবাইলে বারবার কথা বলতে চাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিষয়টি জানতে চাইলে ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মতিয়ার রহমান বলেন, ‘ওই মেয়েটিকে ভুল তথ্য দিয়ে ঘটনাস্থলে ডেকে এনেছে সাগর। সে মেয়েটিকে বলেছে তাকে বিয়ে করবে। তাই তার বাবা-মা তাকে দেখতে চেয়েছে বলে এনে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে পরে শুনেছি।’ তবে জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, এখানে এসে সাগর বিবাহিত বলে জানতে পেরে তার বিয়ের প্রস্তাবে সে রাজি হয়নি। তবে মেয়েটি তার কাছে কোনও অভিযোগ করেনি বলে জানান ক্যাম্প ইনচার্জ।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সাগর জানায় মেয়েটি তার বাড়ি দেখতে এসেছিল। কিন্তু মেয়েটিকে মিথ্যা আশ্বাসে এখানে আনার অপরাধে সাগরকে আটক করলেন না কেন—জানতে চাইলে ইনচার্জ বলেন, ‘মেয়েটি কোনও অভিযোগ করেনি।’

তারাবুনিয়া গ্রামের গ্রাম পুলিশ মো. ছালেক জানান, মেয়েটিকে ৪ জন মিলে ধর্ষণ করেছে বলে জেনেছি এবং ক্যাম্পে সাগরকে এনে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা মো. বেলাল জানান, মেয়েটির বাড়ি চেচরীরামপুর ইউনিয়নের কৈখালি গ্রামে। সেখান থেকে মিথ্যার আশ্রয় নিয়ে সাগর ও তার দলবল মেয়েটিকে এনে ধর্ষণ করেছে বলে জানতে পেরেছি। ক্যাম্প পুলিশ ঘটনার পর প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ছেলে ও মেয়েটিকে ছেড়ে দেয়। এ সময় সাগরের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে ঝালকাঠির কাঁঠালিয়া-রাজাপুর থানার সার্কেল এসপি মাসুদ রানা বলেন, ‘মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
শহীদকন্যার ধর্ষণের ডাক্তারি প্রতিবেদনে ৩ জনের আলামত, গ্রেফতার হয়নি ‌‘মূলহোতা’
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৩ চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন