X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঈদের দিন দর্শনার্থীদের পদচারণায় মুখর কুয়াকাটা সৈকত

কাজী সাঈদ, কুয়াকাটা (পটুয়াখালী)
১২ এপ্রিল ২০২৪, ০১:৩৯আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০১:৩৯

ঈদের দিন সাগরকন্যা কুয়াকাটায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর ভিড় বাড়তে থাকে সৈকতে। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের লম্বা ছুটিতে আনন্দ উপভোগ করতে অনেকেই দূরদূরান্ত থেকেও এসে মেতে উঠছেন আনন্দে।

সকাল থেকে সৈকতে ঘুরে দেখা গেছে, সৈকতের জিরো পয়েন্ট, শুটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন মহিলা মার্কেট, রাখাইন পল্লী, জাতীয় উদ্যান, ইলিশ পার্ক, লেম্বুর বন, সৈকতের ঝাউবাগানসহ পর্যটন স্পটগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

পার্শ্ববর্তী জেলা বরগুনার আমতলী উপজেলা থেকে ঘুরতে আসা আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমি পরিবার নিয়ে ঈদের ছুটিতে কুয়াকাটায় ঘুরতে আসলাম। সকালেই পুরো সৈকত মুখর হয়ে উঠেছে। অনেক লোক এসেছে, বেশ ভালোই লাগছে।’

আবাসিক হোটেল কানসাই ইনের ম্যানেজার জুয়েল ফরাজী বলেন, ‘আজ স্থানীয় দর্শনার্থীদের সংখ্যা বেশি, পর্যটকের সংখ্যা খুবই কম। আগামীকাল (শুক্রবার) থেকে প্রচুর সংখ্যক পর্যটক কুয়াকাটা আসবেন। এবারের ঈদের ছুটিতে আমাদের ৬০ শতাংশ রুম বুকিং হয়েছে। শুক্র ও শনিবারকে কেন্দ্র করে আমরা ভালো একটা সাড়া পাচ্ছি। আশা করছি, সামনের পুরো সপ্তাহজুড়ে ভালো পর্যটক পাবো।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল কে এম জহিরুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটি উপলক্ষে আজ কুয়াকাটায় অনেক দর্শনার্থী এসেছেন। স্থানীয় পর্যটকদের আনাগোনায় মুখর গোটা সৈকত।’

এদিকে ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সংস্থাটির কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘ঈদের ছুটিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন পয়েন্টে ছয়টি টিম নিয়োজিত করেছি। যাতে সব ধরনের অপ্রীতিকার ঘটনা ঠেকানো যায়। বিশেষ করে ছুটির দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়ে। পর্যটকদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।’

/ইউএস/
সম্পর্কিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
আলেকজান্ডার মেঘনা পাড় যেন আরেক কক্সবাজার
সর্বশেষ খবর
গোল খরা কাটিয়ে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো
গোল খরা কাটিয়ে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি