X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভাগনের লাঠির আঘাতে প্রাণ গেলো মামার

বরিশাল প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ০৯:২০আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৯:২০

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের তরইলিশা গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাগনে লাঠি দিয়ে পিটিয়ে মামাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আনিস খা (৪৫) ওই গ্রামের রুস্তুম আলী খানের ছেলে। অভিযুক্ত ভাগনে রিপন ব্যাপারী একই গ্রামের বাসিন্দা শাহজাহান ব্যাপারীর ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে মামা-ভাগনের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ভাগনে রিপন লাঠি দিয়ে মামা আনিসের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে আনিস মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেন। বিকালে উপজেলা হাসপাতাল থেকে বরিশালের উদ্দেশে আনিসকে নিয়ে রওনা হন স্বজনেরা। স্পিডবোটে তোলার আগেই তিনি মারা যান।

ওসি এবং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিম তালুকদার বলেন, ‘কোন ঘটনাকে কেন্দ্র করে এ হামলা হয়েছে তা জানা যায়নি। তবে ভাগনের লাঠির আঘাতে মামা আনিসের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত।’

ওসি ইয়াসিনুল হক বলেন, ‘মরদেহ থানায় এনে রাখা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভাগনে রিপনকে আটক করতে পুলিশের অভিযান চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
হবিগঞ্জের সড়কে ঝরলো একই পরিবারের চার সদস্যসহ ৫ জনের প্রাণ
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা