X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, প্রতিবাদ জানানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে। ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা প্রতিদিন মিথ্যা রিপোর্ট প্রচার করছে।’ ভারতীয় গণমাধ্যমে যাতে মিথ্যা রিপোর্ট দিতে না পারে এ জন্য গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটায় বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা যদি কোনও ভুল করে থাকি তা যেমন বলবেন, একইসঙ্গে আমার বিরুদ্ধে কোনও দুর্নীতি পেলে তাও বলেন। সে ক্ষেত্রে উদ্যোগ নিতে কোনও সমস্যা নেই। কিন্তু মিথ্যা রিপোর্ট দেবেন না। ভারতীয় মিডিয়ায় মিথ্যা রিপোর্ট দিতে দিতে তাদের সত্য রিপোর্টও এখন মিথ্যা হয়ে যাচ্ছে।’ বাংলাদেশের বিরুদ্ধে ভারতে প্রচার করা মিথ্যা তথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

পুলিশের আস্থার বিষয়ে তিনি বলেন, ‘কিছুটা উন্নতি হয়েছে। মুহূর্তের মধ্যে এ আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। এ জন্য সময়ের প্রয়োজন। ট্রমার মধ্য দিয়ে গেছে, সেখানে সময় দিতে হবে। এ জন্য অস্থির হলে চলবে না।’ আর এখন কেন এত অস্থিরতা, প্রশ্ন রেখে উদাহরণ তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে মাদক বড় একটি সমস্যা। যারা মাদক বহন করে তাদের শুধু ধরছি, মূলহোতারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমরা হোতাদের ধরার চেষ্টা করছি। এ বিষয়ে সব বাহিনী কাজ করছে।’

শেখ হাসিনার পতনের পর হওয়া মামলার বিষয়ে তিনি বলেন, ‘মামলায় অনেক নির্দোষকে আসামি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যদি এমন মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে তুলতে হবে। জনবান্ধব করার জন্য আমাদের কি চেষ্টা- সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের বাহিনীর অনেক সমস্যা আছে- এসব সমস্যা কীভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।’

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সে পৌঁছালে সেখানে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির লালকেল্লার মালিকানা দাবিতে আদালতে মুঘল বংশধর সুলতানা
ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খালেদা জিয়ার দেশে ফেরাবিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর