X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পটুয়াখালীতে সমিতির নির্বাচন ঘিরে হামলা, বিএনপিপন্থি ১১ আইনজীবীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে হামলার অভিযোগে বিএনপিপন্থি ১১ আইনজীবীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। হামলার শিকার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিন সিকদার (৩৪) বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় মামলাটি করেন। এতে বহিরাগত আরও ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

বিকালে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আসামিরা হলেন- পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শরীফ মো. সালাহউদ্দিন, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. মাহবুবুর রহমান, আইনজীবী মো. মিজানুর রহমান ওরফে মিজান মাস্টার, এস এম তৌফিক হোসেন, মো. আরিফ হোসেন, মো. সাহাবুদ্দিন (সাবু), মো. আরিফুর রহমান, মো. নাজমুল আহসান, মজিবুল হক বিশ্বাস, মো. আবু জাফর খান ও মো. ইমরান হোসেন। মামলায় জেলা জামায়াতের আমির আইনজীবী মো. নাজমুল আহসানসহ দলীয় আট জন আইনজীবীকে সাক্ষী করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১১ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনে মনোনয়ন ফরম ক্রয় ও জমা এবং টাকা দাখিলের দিন ধার্য ছিল। ওই দিন সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সদস্য পদে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্যানেলের আইনজীবীরা মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে আইনজীবী সমিতির কার্যালয়ে উপস্থিত হন। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দিনসহ বাকি আসামিরা বাধা দেন। এরপর তার নির্দেশে বিএনপিপন্থি আইনজীবীরা বাদী ও তার সঙ্গে থাকা জামায়াতপন্থি আইনজীবী প্রার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক জখম করেন। বাদী এ সময় মাটিতে লুটিয়ে পড়লে তার পকেটে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেন আসামিরা। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। আমরা জেলা জামায়াতের আমির নাজমুল আহসানের সঙ্গে কথা বলে একটা মীমাংসা করে দিয়েছি। তবে এরপরও মামলা হবে এমনটা প্রত্যাশিত ছিল না। বিষয়টি নিয়ে আমরা বিব্রত বোধ করছি।’

/এএম/
সম্পর্কিত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল