X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এক চিকিৎসকের অপসারণ দাবিতে বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম

কুয়াকাটা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জে এইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলাপাড়া হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি, কলাপাড়া উপজেলা ছাত্রপ্রতিনিধি নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালী প্রতিনিধি সালমান, মাহবুব আলম নাঈম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, ছাত্র প্রতিনিধি আল ইমরান প্রমুখ।

বক্তারা বলেন, ডা. লেলিনকে দ্রুত অপসারণ করে কলাপাড়ায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক। তারা স্বাস্থ্য প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেন। নইলে জনগণকে সঙ্গে নিয়ে ডা. লেলিনকে কলাপাড়া থেকে বিতাড়িত করা ঘোষণা দেন।

এর আগে কলাপাড়া শহরের বিভিন্ন সড়কের দেয়ালে দেয়ালে ছাত্রজনতার ব্যানারে পোস্টারিং করা হয়। পোস্টারিংয়ে তাকে পতিত স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন বিরোধী তার দেওয়া পোস্ট রয়েছে। 

এর আগে একই দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। 
একইভাবে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ও পটুয়াখালীর সিভিল সার্জনের কাছে একই দিনে স্মারকলিপি দেওয়া হয়। ছাত্রজনতা আয়োজিত এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী অন্যান্য ছাত্র প্রতিনিধিসহ সাধারণ নারী-পুরুষ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ডা. জে এইচ খান লেলিন এক যুগেরও বেশি সময় ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করছেন। তার বিরুদ্ধে চিকিৎসা সেবার নামে হয়রানি, ল্যাব বাণিজ্য করা, জখম হওয়া একই রোগীকে দুই ধরনের সনদ দেওয়াসহ নানা দুর্নীতির অভিযোগ করেন তারা। তাকে কলাপাড়া থেকে দ্রুত অপসারণের দাবি জানান।

এ বিষয়ে ডা. জে এইচ খান লেলিন কর্মস্থলে না থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি। তবে তার বিরুদ্ধ আন্দোলনের বিষয়কে তিনি ষড়যন্ত্র হিসেবে দাবি করে আসছেন। 

/এফআর/
সম্পর্কিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ, প্রতিবাদে বিক্ষোভ
ঢাকা-পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের
এনবিআরের আন্দোলন প্রত্যাহার
সর্বশেষ খবর
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’