পবিত্র ঈদুল ফিতরে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। একই সময় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে বরিশাল মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে। পাশাপাশি নগরীর তিনটি মসজিদে দুটি করে এবং জেলায় আট হাজার ৭৩৪টি মসজিদে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন।
জেলা পর্যায়ে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই দরবার শরিফে সকাল ৯টায় এবং দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হবে উজিরপুরের গুঠিয়ায় বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৮টায়।
সিটি করপোরেশন সূত্র জানায়, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পাঁচ সহস্রাধিক মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবেন। সেখানে নারীদের জন্য জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া অজুর পানি ও খাবার পানির ব্যবস্থাসহ পুরো ময়দানটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাধারণত নগরবাসী থেকে শুরু করে সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ নামাজ আদায় করবেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন বলেন, ৫৮ বর্গকিলোমিটার নগরীতে পাঁচ শতাধিক মসজিদ রয়েছে। সেখানে ঈদের জামাত আদায় হবে।