X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ইলিশের বাড়ি ভোলা, বিভাগ বরিশাল: মৎস্য উপদেষ্টা

বরিশাল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬:১৭

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দেশে ইলিশের যে সরবরাহ হয় তার মধ্যে ৬৫.৮৮ শতাংশ ইলিশ আসে বরিশাল বিভাগ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ইলিশ আসে ভোলা থেকে। এ কারণে বলা যায়, ইলিশের বাড়ি ভোলা এবং বিভাগ বরিশাল।’

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলেদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দাদনের জালে আটকা পড়ায় ইলিশসংশ্লিষ্ট কাজগুলো করতে পারছেন না মহাজনের কারণে। এ থেকে মুক্তি পেতে আপনারা সহজ শর্তে ঋণ চাচ্ছেন। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক করার চেষ্টা চলছে। এ ব্যাংক করতে পারলে আপনারা সহজ শর্তে ঋণ পাবেন। একই সঙ্গে খাদ্যসহায়তার বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ চলছে।’ এ সময় জাটকা নিধন থেকে বিরত থাকতে জেলেদের আহ্বান জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘নদীতে এখন জাটকা আছে। এগুলো ধরা বন্ধ হলে ইলিশে পরিণত হবে। ইলিশের উৎপাদন বাড়লে বিদেশে রফতানি করা যাবে। জাটকা বড় হতে দিতে হবে, এর বিকল্প নেই। জাটকা ধরা বন্ধ করতে অবৈধ জাল উৎপাদন বন্ধ করতে হবে। এর জন্য আমরা ফ্যাক্টরিতে পর্যন্ত অভিযান পরিচালনা করবো। জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছি তা শাস্তি ঘোষণার জন্য না, সচেতনতা বাড়ানোর জন্য।’

উপদেষ্টা বলেন, ‘জাটকা সংরক্ষণ অভিযান যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে। ইতোমধ্যেই প্রায় ৪৪ হাজার কোটি মা ইলিশ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। আগে নিষেধাজ্ঞা ৬৬ দিন ছিল, আমরা সেটা কমিয়ে ৫৮ দিন করেছি।’

মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুর রউফের সভাপতিত্বে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ কোস্টগার্ড (ভোলা) দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ মৎস্য অধিফতরের কর্মকর্তারা।

/কেএইচটি/
সম্পর্কিত
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে: শারমীন এস মুরশিদ
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে