X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
বরিশালে পরিকল্পনা উপদেষ্টা

আইনশৃঙ্খলা ঠিকমতো না চললে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ

বরিশাল প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৪:৩৬আপডেট : ২০ মে ২০২৫, ১৪:৩৬

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে দারিদ্র্যের বড় কারণ হলো প্রভাবশালীদের মাধ্যমে জমি ব্যাহত হওয়া। আর ত্রুটিপূর্ণ আইনি ব্যবস্থায় তা পুনরুদ্ধার করতে গেলে ওই ব্যক্তিকে সর্বস্বান্ত হতে হয়। কাজেই দারিদ্র্য শুধু আয়-রোজগার দিয়ে হয় না।’

মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় বরিশাল পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দারিদ্র্যের মানচিত্র নিয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পুলিশের কাছ থেকে ভালো সেবা না পাওয়া গেলে সেক্ষেত্রে পুলিশও দারিদ্র্যের কারণ হতে পারে। আইনশৃঙ্খলা ঠিকমতো না চললে কেউ নিরাপদ নয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ।’

উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। এরপরও কিছু ব্যত্যয় ঘটছে, অনেককিছু আবার খারাপ জায়গায় যাচ্ছে। তারপরও আশা করবো বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না। বাংলাদেশ নতুন জায়গায় যাবে।’

তিনি বলেন, ‘মানুষ অন্যায়-অত্যাচার বেশি দিন সহ্য করে না সে বিষয়টি যারাই ক্ষমতায় আসুক উপলব্ধি করতে পারবে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো ওইটুকু সংস্কার করা যার মাধ্যমে সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করা যাবে। যা যত দ্রুত সম্ভব। ওই সময়ের মধ্যে অন্য খাতেও সংস্কারের চেষ্টা চলছে।’

পুলিশ বিভাগের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘পুলিশকে বেশি খারাপভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে পুলিশ বিভাগকে নতুনভাবে তৈরি করতে চাই।’ এজন্য পুলিশ বিভাগকে সহায়তা করার আহ্বান জানান তিনি। বলেন, ‘পুলিশ যেমন সকলকে রক্ষা করে, তেমনি পুলিশকেও রক্ষা করতে হবে। এখানে জনগণের বড় দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী ও প্রশাসনকে সহায়তা করা। আমরা আশা করছি, ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে স্থানীয়পর্যায়ে জনপ্রতিনিধি ছাড়া সকল সমস্যার সমাধান সম্ভব নয়।’

দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

/কেএইচটি/
সম্পর্কিত
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে: শারমীন এস মুরশিদ
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সর্বশেষ খবর
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
চিকিৎসা ব‍্যায়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের বড় ছেলে
চিকিৎসা ব‍্যায়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের বড় ছেলে
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন