X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বখাটের উত্ত্যক্তে ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৪:৫৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৪:৫৫





বখাটের উত্ত্যক্তে ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা বখাটের উত্ত্যক্ত সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ডালিয়া আক্তার (১২)।
রবিবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি চিরকুট পাওয়া গেছে। তাতে ডালিয়া জানায়, বখাটে হামিদের উত্ত্যক্ত সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে।
খবর পেয়ে রাতে নাসিরনগর উপজেলার চাতলপাড় পুলিশ ফঁড়ির সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেন। তবে এ শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান একেএম বাকি বিল্লাহ জুয়েল বলেন, ‘ভলাকুট গ্রামের ফেলো মিয়ার মেয়ে ডালিয়া আক্তার যখন পঞ্চম শ্রেণিতে পড়তো, তখন থেকেই এলাকার বখাটে হামিদ মিয়া তার সাঙ্গপাঙ্গ নিয়ে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে বখাটের উত্ত্যক্ত করতো। এনিয়ে স্থানীয় মেম্বর মো. শামসু মিয়ার উপস্থিতিতে আমরা এলাকায় একাধিক সালিশ-দরবার করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। বখাটেরা প্রভাবশালী হওয়ায় পরিবারের পক্ষ থেকে কেউ আইনের আশ্রয় নেননি।
তিনি আরো বলেন, স্কুল-শিক্ষার্থী ডালিয়া আক্তার ৬ষ্ঠ শ্রেণিতে ওঠার পর তাকে উত্ত্যক্ত করার মাত্রা আরও বাড়িয়ে দেয় বখাটে হামিদ। এ অবস্থায় ডালিয়ার বাবা মো. ফেলু মিয়া তার সন্তানের নিরাপত্তার কথা ভেবে তাকে ঢাকায় এক নিকট-স্বজনের বাড়িতে নিয়ে অনেকদিন রেখে আবার বাড়িতে নিয়ে আসেন। কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হয়নি। সম্প্রতি, স্কুলে যাওয়ার পথে বখাটে হামিদ ডালিয়াকে বিয়ে করাসহ কু-প্রস্তাব দেয়। এ সময় ক্ষুব্ধ ভাষায় ডালিয়া তা প্রত্যাখ্যান করে। এরই এক পর্যায়ে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
চেয়ারম্যান একেএম বাকি বিল্লাহ জুয়েল আরও বলেন, বখাটে হামিদের উত্ত্যক্ত সহ্য করতে না পেরেই ডালিয়া আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে সে একটি চিরকুটে হামিদকে অভিযুক্ত করে আত্মহত্যার কারণ উল্লেখ করে গেছে।’
তিনি এই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তবে ঘটনার পর ডালিয়ার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির বলেন, স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি আমি শুনেছি। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণ বলেই মনে হচেছ। তবে এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত জানতে নাসিরনগর থানার এক উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রির্পোট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা