X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়ের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ০৫:০২আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ০৫:০২

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন স্বরূপা (২৫) ও তার মেয়ে মারুফা (১০)। বুধবার দুপুরে বুধল ইউনিয়নের মালিহাতা গ্রামের বাছির মিয়ার বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বরূপার স্বামী পলাতক রয়েছে।

স্বরূপার মা হোসেনা বেগম এবং ভাই হেলাল মিয়া জানান, বাচ্চু মিয়া পেশায় রিক্সাচালক। সে স্বরূপা ও আগের স্ত্রী মোমেনার মেয়ে মারুফাকে নিয়ে বাছির মিয়ার বাড়িতে ভাড়া থাকত। মঙ্গলবার বিকালে মোমেনার সঙ্গে বাচ্চুর ঝগড়া হয়। একপর্যায়ে সে মোমেনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। একই সময় সে স্বরূপাকে বাবার বাড়ি থেকে ৩০ হাজার টাকা ধার আনতে চাপ দেয়। এতে স্বরূপা রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বাচ্চু মিয়া। পরে গভীর রাতে ফিরে এসে ঘুমিয়ে পড়ে।

হোসেনা বেগম এবং হেলাল মিয়া জানান, সকালে ঘরে তালা দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে লোকজন বাচ্চুর মোবাইলে ফোন দেয়। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তালা ভেঙে গলায় ওড়না পেচানো অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মা-মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে বাচ্চু পলাতক। এ ব্যাপারে তদন্ত চলছে।

/এআরএল/

আরও পড়ুন: 

পিএসএল-এ একই দলে সাকিব-তামিম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড