দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী নিহতের ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থানায় ২০জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ ও ৭ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।
দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থল দাউদকান্দি হওয়ায় এ থানায় ২০জনের নামে মামলা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, কুমিল্লায় একটি মামলা হাজিরা দিতে যাওয়ার পথে মঙ্গলবার সকালে তিতাসের পাশের কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় মনির হোসেন ও তার সহযোগীদের বহনকারী মাইক্রোবাসে গুলি চালিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মনির হোসেন ও তার সহযোগী মহিউদ্দিন মারা যায়।
/এআর/