X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘দোষীদের শাস্তি না হলে শঙ্কা কাটবে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১৬:০০আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:০১

নাসিরনগরে ফের হিন্দুদের বাড়িতে হামলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি না হলে শঙ্কা কাটবে না বলে জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী এবং উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার জানান,ঘটনার পর পুলিশ ৮৫ জনকে গ্রেফতার করেছে। কিন্তু প্রকৃত দোষীরা এখনও ধরা ছোয়ার বাইরে। প্রকৃত দোষীদের শাস্তি না হলে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মন থেকে ভয় দূর হবে না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এলাকায় রাখার দাবি জানান।

সরেজমিন আজ বুধবার নাসিরনগরে গিয়ে দেখা যায়, হামলার ঘটনার দুই সপ্তাহ পার হলেও আতঙ্ক কাটছে না এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের। নতুন করে ঘরবাড়ি মেরামত করলেও সেদিনের ভয়াবহতার কথা মনে পড়লে অনেকেই আঁৎকে ওঠেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নাসিরনগরে হিন্দুদের ওপর ফের হামলা গান্কুল পাড়া এবং ঘোষপাড়ার বাসিন্দা সুব্রত চৌধুরী, পিন্টু দাস, মোহন লাল দাস জানান, হামলার ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি- র‌্যাবের ডিজিসহ সরকারের পদস্থ মন্ত্রীরা দফায় দফায় নাসিরনগরে এসে আমাদের অভয় দেন। সরকারি, বেসরকারি সাহায্য সহযোগিতা পেয়ে অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু অজানা আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না।

এদিকে, পুলিশের পক্ষ থেকে বরাবরের মতো অভয় দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান,সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য পুলিশের পাশপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাতে পুলিশের পাশপাশি উপজেলা কমিউনিটি পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। তাই ভয়ের কিছু নেই। 

নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর জেলার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে, বাড়িঘরে হামলা ও লুটপাট চালায় সংঘবদ্ধ একটি গোষ্ঠী। এ সময় ১০টি মন্দির ও শতাধিক বাড়িঘরে হামলা চালানো হয়। এ ঘটনার পর নাসিরনগর থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ভিডিও ফুটেজ দেখে এক বিএনপি নেতাসহ ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:
ভাঙা প্রতিমা বিসর্জনের নেপথ্যে লং মার্চ!

/বিটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা