X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কুমিল্লার এক তৃতীয়াংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

কুমিল্লা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫২

কুমিল্লা

কুমিল্লা জেলার তিন সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানের এক তৃতীয়াংশের মধ্যে শহীদ মিনার নেই। শিক্ষার্থীদের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দিতে হয় কলা গাছ বা কাঠের শহীদ মিনারে কিংবা দূরের স্কুল কলেজে গিয়ে।এর ফলে ভাষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্বও অনুধাবন করতে পারছে না শিক্ষার্থীরা।

শিক্ষা অফিসের সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় ২ হাজার ৮৬টি প্রাথমিক বিদ্যালয়,৫৬৯টি উচ্চ বিদ্যালয়,৩৭৮টি মাদ্রাসা,১৫৫টি কলেজ রয়েছে। কলেজ ও উচ্চ বিদ্যালয়গুলোর অধিকাংশে শহীদ মিনার থাকলেও প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার বেশির ভাগে শহীদ মিনার নেই। বিশেষ করে কুমিল্লা নগরীর গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুরাতন চৌধুরীপাড়া রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোচ্ছা মিয়া উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নেই।  

নগরীর রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আছমা আক্তার বলে,বইতে শহীদ মিনারের কথা পড়েছি। আমাদের স্কুলে কোনও শহীদ মিনার নেই।

রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, স্কুলে শহীদ মিনার করার মতো আমাদের বাজেট নেই। স্কুল ম্যানেজিং কমিটি একটি শহীদ মিনার নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন।

হোচ্ছা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জাহাঙ্গীর আলম বলেন,এ স্কুলে একটি শহীদ মিনার ছিল। ৭/৮ বছর আগে মাঠ সংস্কারের সময় সেটি সরিয়ে দেওয়া হয়। জেলা পরিষদে একটি শহীদ মিনার নির্মাণের আবেদন জানানো হয়েছে। আশা করছি আমরা দ্রুত একটি শহীদ মিনার নির্মাণ করতে পারবো।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.নুরুল ইসলাম বলেন,প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য কোনও বাজেট দেওয়া হয় না। যে স্কুলের ম্যানেজিং কমিটির সামর্থ আছে সেখানে শহীদ মিনার নির্মিত হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবদুল মজিদ বলেন,শহীদ মিনার নির্মাণের জন্য সরকার নির্দেশনা পাঠিয়েছে, আমরা তা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দিয়েছি। কিছু প্রতিষ্ঠান এখনও শহীদ মিনার নির্মাণ করেনি। সেখানেও আমরা কথা বলে শহীদ মিনার নির্মাণের ব্যবস্থা করবো।

/জেবি/

আরও পড়তে পারেন : না.গঞ্জে জেএমবির ৩ সদস্য গ্রেফতার, টার্গেট ছিল একুশে ফেব্রুয়ারি



সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং:  বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে