X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘কুসিক নির্বাচনে ৬৭ ভাগ প্রার্থীই ব্যবসায়ী, হত্যা মামলার আসামি ৬’

কুমিল্লা প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৮:৫১আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৮:৫১

কুমিল্লায় সুজনের সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থীদের মধ্যে ৬৭ ভাগই ব্যবসায়ী এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থীদের ৫৯ ভাগ গৃহিণী। আর কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ছয় জনের নামে হত্যা মামলা রয়েছে। কুসিক নির্বাচনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন।

মঙ্গলবার (২১ মার্চ) নগরীর টাউন হলের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। তিনি বলেন, ‘কুসিক নির্বাচনে চার জন মেয়র প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন এবং সাধারণ ওয়ার্ডে ১১৪ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে ৬৭ ভাগ ব্যবসায়ী। তবে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থীদের ৫৯ভাগ গৃহিণী।’

তিনি আরও জানান, হত্যা মামলার আসামি হয়েও নির্বাচনে দাঁড়িয়েছেন ছয় জন। তারা হচ্ছেন- ১নং ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া, ৩নং ওয়ার্ডের আশরাফুজ্জামান পিয়াল, ৮নং ওয়ার্ডের মো. একরাম হোসেন, ১৩ ওয়ার্ডের শাখাওয়াত উল্লাহ, ১৭নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন ও ২৫নং ওয়ার্ডের জিল্লুর রহমান চৌধুরী।

সুজন জানায়, মেয়র প্রার্থীদের মধ্যে বছরে বেশি আয় করেন মনিরুল হক সাক্কু, ১৪ লাখ ১৮ হাজার টাকা। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে ৫নং ওয়ার্ডের একেএম সামাদ সাগর বছরে সর্বোচ্চ ৬৯ লাখ টাকা আয় করেন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বেশি সম্পদ (স্থাবর বাদে) ১১নং ওয়ার্ডের হাবিবুর আল আমিন সাদীর, এক কোটি ৬৬ লাখ টাকা।

এদিকে সুজনের তথ্যানুযায়ী, মেয়রদের মধ্যে বেশি ঋণ মেজর অব. মামুনুর রশিদের, তার ঋণ হচ্ছে এক কোটি ২০ লাখ টাকা। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে বেশি  ঋণ  ১৩নং ওয়ার্ডের শাখাওয়াত উল্লাহর, তার ঋণের পরিমাণ ২২ কোটি ২৬ লাখ টাকা।  

এতে আরও বক্তব্য রাখেন, সুজনের জেলা সভাপতি অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম এবং কুমিল্লা মহানগর সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান।

/এফএস/ 

আরও পড়ুন- 


বেসরকারিভাবে ২ লাখ ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির উদ্যোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা