X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে' নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ মে ২০১৭, ০৮:৫৫আপডেট : ১৯ মে ২০১৭, ০৯:০২

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে পুলিশ ও ডাকাত দলের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে মো. রাসেল ওরফে কালা রাসেল নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ মে) ভোরে চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া বিনি দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটককৃত আসামি ডাকাত রাসেলকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও ডাকাতদের মধ্যে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলেও দাবি করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. রাসেল নোয়াখালীর চাটখিল থানার চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল ও চন্দ্রগঞ্জ থানায় হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে বলে জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন।

এদিকে চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, ডাকাত কালা রাসেলকে বৃহস্পতিবার সকালে অস্ত্রসহ গ্রেফতারের পর শুক্রবার ভোর রাতে তাকে নিয়ে পুলিশ আরও অস্ত্র উদ্ধারে ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় ডাকাত রাসেল গুলিবিদ্ধ হয়। একইসঙ্গে পুলিশের এস আই কুষিজন চাকমা, কনস্টেবল শামছুল হক, হেমায়েত হোসেন আহত হন। পরে আহত রাসেলকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যাক্ত ঘর থেকে ডাকাত রাসেল ও তার সহযোগী বাবলুকে অস্ত্র ও মাদকসহ আটক করে পুলিশ।

/এফএস/

আরও পড়ুন-
দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা: তদন্তে ফাঁক রাখতে চায় না পুলিশ

মরা গাছ যেখানে মরণ ফাঁদ!

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি