X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সেতুমন্ত্রীকে নিয়ে পাহাড়ে উচ্ছেদ অভিযান চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ০৯:৫১আপডেট : ১৫ জুন ২০১৭, ১০:২০

চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকি বিষয়ে সতর্ক করে মাইকিং চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সড়িয়ে নিতে ফের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর মতিঝর্ণা পাহাড়ে অভিযান শুরু হয়। পার্বত্য এলাকায় পাহাড় ধসের ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে আসা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এসময় অভিযানে অংশ নেন। তবে মতিঝর্ণা এলাকার ভেতর গাড়ি ঢুকতে না পারায় সেতুমন্ত্রী পরে ঘটনাস্থল ত্যাগ করেন এবং হালিশহরে ত্রাণ বিতরণ করতে চলে যান। জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইশতিয়াক আহমেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে নগরীর লালখান বাজার মতিঝর্ণা, বায়েজিদ বোস্তামি ও মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গত কয়েক দিনের টানা বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রামে অন্তত ৩০ জন নিহত হয়েছে।

জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইশতিয়াক আহমেদ জানান, ‘অতি বৃষ্টির কারণে পাহাড় ধসের সম্ভাবনা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান শুরু হয়েছে।’ মঙ্গলবার দুপুরে দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। ওইদিন মতিঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে শতাধিক পরিবারকে  সরিয়ে দেওয়া হয়। বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায়ও অভিযান চালিয়ে অর্ধ শতাধিক পরিবারকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত ১৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাঙামাটিতে, সেখানে ১০৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কিছু জায়গায় উদ্ধারকাজ চালানো সম্ভব না হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এফএস/  

আরও পড়ুন- 


বনানী থেকে আবারও একই দিনে ৩ যুবক নিখোঁজ!

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস