X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বান্দরবানের বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

বান্দরবান প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১২:৫৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১২:৫৯

বান্দরবানে সড়কের বেহাল দশা (ছবিঃ প্রতিনিধি) বান্দরবানের পৌরসভা ও তার বাইরের প্রতিটি সড়কে খানা-খন্দ তৈরি হওয়ায় সড়কগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের কালাঘাটা, বালাঘাটা, ক্যাচিংঘাটা, হাফেজঘোনা, ইসলামপুর, লাঙ্গিপাড়া ও মেম্বারপাড়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নাজুক অবস্থায় রয়েছে। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের সদর, রুমা, থানছি, রোয়াংছড়ি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলার সড়কগুলোরও একই অবস্থা।চলতি মৌসুমে ভারী বৃষ্টিতে রাস্তাগুলো ভেঙে গেছে। এতে প্রতিনিয়ত দুর্ভোগ নিয়ে গন্তব্যে যাতায়াত করছেন মানুষ।

বান্দরবানে সড়কের বেহাল দশা (ছবিঃ প্রতিনিধি) সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ভারী বৃষ্টিতে বন্যা প্লাসিডিং ২ দশমিক ৫ কিলোমিটার, প্রতিরক্ষা দেয়াল একহাজার মিটার, ড্রেন ৯ হাজার মিটার, পিভম্যান্ট প্রায় ২০ কিলোমিটার এবং সোল্ডার ১৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ছাড়াও সড়কে আরও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে সাত কোটি  ৯৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বান্দরবানে সড়কের বেহাল দশা (ছবিঃ প্রতিনিধি) বাসচালক খলিল জানান, বান্দরবানের অধিকাংশ সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও কষ্টকর।

স্থানীয় ব্যবসায়ী কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে বান্দরবানের সড়কগুলো মেরামত বা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’

স্থানীয় শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘সড়কে পানি জমে থাকায় প্রতিনিয়িত আমাদের কাপড় নষ্ট হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে না পেরে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।’

বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী বলেন, ‘বৃষ্টিতে পৌর শহরের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব রাস্তাঘাট মেরামতের জন্য মন্ত্রণালয়ের বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক সংস্কার করা হবে।’

বান্দরবানে সড়কের বেহাল দশা (ছবিঃ প্রতিনিধি) বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম খান বলেন, ‘অতি বৃষ্টি বান্দরবানে সড়ক ও জনপথ বিভাগের সড়ক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব সড়ক অবকাঠামো মেরামতের জন্য সাত কোটি ৯৪ লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে সম্মিতিপত্রও পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে আটটি টেন্ডার আহ্বান করা হয়েছে।’

আরও পড়ুন: চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৭

 

 

/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র