X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় সোনালী ব্যাংকের চার কর্মকর্তাসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ২০:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২১:১১

দুদক

নোয়াখালীতে ১ কোটি ৯৭ লাখ টাকার ঋণ জালিয়াতির মামলায় সোনালী ব্যাংকের চার কর্মকর্তাসহ ৫ জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে জেলার মাইজদী শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেফতার কর্মকর্তারা হলেন, ডিজিএম মীর আবদুল লতিফ, মতিঝিল প্রধান কার্যালয়ের সংস্থাপন ও প্রকৌশল বিভাগের সুপারিটেন্ডিং ইঞ্জিনিয়ার মো. সামছুদ্দোহা নাহাদ, নোয়াখালীর সুবর্ণচর চরবাটা শাখার সিনিয়র অফিসার জাকের উল্যাহ ও এসপিও ও ব্যবস্থাপক সুবর্ণচর শাখা মোশতাক আহম্মেদ সিদ্দিকী ও  ফেনী সদর উপজেলা কমপ্লেক্স শাখার এওজি গ্রেড-২ ( ক্যাশ ) এম এ রহমান।

দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘২০১২ সালে নিজাম উদ্দিন ফারুক নামে এক ব্যবসায়ী তার ডলফিস সি-ফুড ইন্ডাস্ট্রিজের নামে মাইজদী কোর্ট শাখা থেকে এক কোটি ৯৭ লাখ টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর ওই ব্যক্তি নির্দিষ্ট খাতে টাকা বিনিয়োগ না করে একটি ফিলিং স্টেশন ও বহুতল বাড়ি নির্মাণ করেন। এ ঋণে ইন্ড্রাস্টিজের বিষয়ে মিথ্যে তথ্য দেন প্রকৌশলী মো. সামছুদ্দৌহা নাহাদ। এ ছাড়াও সরেজমিন পরিদর্শন ছাড়া ও ঋণ সংক্রান্ত কাগজপত্র ভালো করে যাচাই-বাছাই না করে, অবৈধভাবে লাভবান হয়ে ঋণের ব্যাপারে সহযোগিতা করেন ওই চার কর্মকর্তা। বিষয়টি জানতে পেরে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ২০১৬ সালে দুদকে একটি মামলা করেন।

মামলা দায়েরের পর দীর্ঘদিন পর্যন্ত দুদক সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরবর্তীতে দুদক আসামিদের গ্রেফতারে নানা কৌশল অবলম্বন করেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহর থেকে মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। তবে ঋণ গ্রহীতা নিজাম উদ্দিন ফারুক হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ায় তাকে গ্রেফতার করা হয়নি।

তিনি আরও জানান, সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের