X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিএনপি আতঙ্কে ভুগছে সরকার: নোমান

চট্টগ্রাম প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ২৩:২৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২৩:২৬

সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার বিকালে নগরীর কাজির দেউরীতে নগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নসিমন ভবনে আয়োজিত সমাবেশে নোমান নগর বিএনপির সভাপতি ড. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ‘সরকার মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে’, এমন অভিযোগের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে নগর, বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল নোমান প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তা ও বিএনপির প্রতি দেশের মানুষের ভালোবাসা দেখে সরকারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা এবং নিপীড়ন চালাচ্ছে।’

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া সঠিক সময়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলনের ডাক দেবেন। সেই আন্দোলনের অগ্রভাগ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ নিতে হবে।’ এসময় তিনি নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ প্রমুখ বক্তব্য রাখেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ