X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

খেলা নিয়ে বিরোধের জেরে খুন হয় স্কুলছাত্র আদনান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জানুয়ারি ২০১৮, ২০:২৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২০:৩৬

চট্টগ্রাম খেলা নিয়ে বিরোধ, এলাকায় আধিপত্য এবং হিরোইজম প্রদর্শন করতে গিয়ে চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফার খুন হয় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন পুলিশ কর্মকর্তারা।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো.আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মহসিন কলেজের মাঠে খেলা নিয়ে বিরোধের জেরে আদনান খুন হয়। এলাকায় আধিপত্য বিস্তারের বিষয়টি এর সঙ্গে জড়িত।

তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর পেছনে আর কোনও কারণ আছে কিনা আমরা জানার চেষ্টা করছি।'

প্রসঙ্গত,গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর জামালখান সড়কে ছুরিকাঘাতে খুন হয় স্কুলছাত্র আদনান। এ ঘটনায় বুধবার রাতে পাঁচ কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো- মঈন, সাব্বির, মুনতাসির, আব্দুল্লাহ আল সাঈদ ও আরমান। এদের মধ্যে আরমান ছাড়া বাকি সবাই হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আরমান এসএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এরা নগরীর চকবাজার-গণি বেকারি এলাকার ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম কলেজ-মহসিন কলেজে আধিপত্য বিস্তারের জন্য কিশোর বয়সী এসব কর্মীদের ব্যবহার করেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডে রউফের সম্পৃক্ততা আমরা এখনও পাইনি। তথ্য পেলে তাকেও গ্রেফতার করা হবে। বড় ভাই, ছোট ভাই যাদের বিষয়ে তথ্য পাবো, তাদেরই গ্রেফতার করবো।’

এ বিষয়ে অতিরিক্ত উপ কমিশনার মো. আব্দুর রউফ বলেন, 'ঘটনার সঙ্গে গ্রেফতার পাঁচজন ছাড়াও আরও ৪/৫ জন জড়িত থাকতে পারে। ঘটনার সময় তাদের হাতে অস্ত্র ছিল। এই অস্ত্রদাতা, অর্থায়নকারী এবং নেপথ্যে যারা আছে আমরা তাদের ধরার চেষ্টা করছি।'

পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে মহসিন কলেজের মাঠে খেলা নিয়ে আদনান ও তার বন্ধুদের সঙ্গে জামালখান এলাকার কয়েক জনের কথা কাটাকাটি হয়। ঘটনার দিন (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে জামালখান মোড়ে তাদেরকে দেখে আদনান ও তার বন্ধুরা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তারা দৌঁড়ে জামালখানে ‘মেজ্জান হাইলে আয়্যূন’ নামে একটি রেস্টুরেন্টে ঢুকে যায়। সেখানে গ্রেফতার হওয়া মঈন, সাব্বির, সাঈদ, আরমান ও মুনতাসির এবং আরও তিন রাজনৈতিক ‘বড় ভাই’ বসে আড্ডা দিচ্ছিলো। দৌড়ে আড্ডারত বড় ভাইদের সাহায্য চাইলে মঈন, সাব্বির, সাঈদ, আরমান ও মুনতাসির হোটেল থেকে বেরিয়ে আরদানদের পাল্টা ধাওয়া দেয়।  তখন আদনানকে ফেলে তার বন্ধুরা পালিয়ে যায়।  সাব্বির এসে আদনানের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার ‍হুমকি দেয় এবং কিল-ঘুষি মারতে থাকে।  আরমান ও সাঈদও তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। আদনান দৌঁড়ে পালানোর সময় মুনতাসির পেছন থেকে টি-শার্ট টেনে ধরলে পেছনের অংশ ছিঁড়ে রাস্তায় পড়ে থাকে। এরপর মঈন সামনে থেকে এসে আদনানের পেটের একপাশে ছুরিকাঘাত করে।  এরপর চারজন পেছন দিকে গণি বেকারির দিকে চলে যায়। ছুরিকাহত আদনান জামালখান মোড়ে খাস্তগীর স্কুলের দিকে দৌঁড়ে যেতে যেতে পড়ে যায়। পরে বন্ধুরা এসে আদনানকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে দৌড়ে যাওয়ার সময় আদনানের ডান পা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ