X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় আবারও ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩২

 

 

  খাগড়াছড়ি

জেলার দীঘিনালা উপজেলায় পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)সদস্যদের ওপর সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন কর্মী আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জামতলীতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় নিহত সদস্যের নাম সাইন চাকমা। আহতরা  হলেন, অনিল ত্রিপুরা (৪০), মিলন ত্রিপুরা (২৮) ও রুবেল চাকমা (২৬)। তাদের মধ্যে অনিল ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক।’

দিঘীনালা উপজেলার ইউপিডিএফ সংগঠক কালো প্রিয় চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন,‘বুধবার সকাল সোয়া ৯টার দিকে কুখ্যাত সন্ত্রাসী লান কুমার ত্রিপুরার নেতৃত্বে সাত জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দীঘিনালা সদর থেকে তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জামতলির ছাত্রাবাস এলাকার একটি বাড়িতে হামলায় চালায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর পোষাক ও সবুজ রঙের পোষাক পরা ছিল। তাদের এলোপাতারি গুলিতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সাইন চাকমা ওরফে সুপার (২৩) নিহত এবং তিন জন আহত হয়।

ওই ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করে ইউপিডিএফ নেতা আরও বলেন,  ‘সন্ত্রাসী হামলা, খুন, জেল জুলুম, মিথ্যা মামলা তথা দমন পীড়ন চালিয়ে ইউপিডিএফ-এর নেতৃত্বে পরিচালিত গণআন্দোলনকে অতীতেও স্তব্ধ করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। ইউপিডিএফ জনগণের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান তিনি ঘটনাটি শুনেছেন এবং লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।

উল্লেখ্য ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে আরেকটি সংগঠনের আত্মপ্রকাশের পর চলতি বছরের ৩ জানুয়ারি ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা এবং গত ১৭ ফেব্রুয়ারি রাঙাপানি ছড়া এলাকায় ইউপিডিএফ সদস্য দিলীপ কুমার চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এছাড়া গত ২৬ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় শান্তিময় চাকমা নামে আরেক ইউপিডিএফ কর্মী গুলিবিদ্ধ হয়।

আরও পড়ুন: শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত




 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ
বিআরটিএর প্রতিবেদনএপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
ঘুষ দিয়েও চাকরি না হওয়ায় পুলিশে অভিযোগ
ঘুষ দিয়েও চাকরি না হওয়ায় পুলিশে অভিযোগ
চার ঈদ পেরিয়ে অবশেষে আসছে ‘ময়ূরাক্ষী’
চার ঈদ পেরিয়ে অবশেষে আসছে ‘ময়ূরাক্ষী’
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত