X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পাঁচ জেলায় ছয় দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে

চাঁদপুর প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ২০:০৬আপডেট : ১৩ জুন ২০১৮, ২১:৫৩

বিজিডিসিএল
আগামী ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ৬দিন পাঁচ জেলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে না বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। ওই ছয় দিন জিটিসিএল কর্তৃক বাখরাবাদ-চট্টগ্রাম উচ্চচাপ সঞ্চালন লাইনের অনস্ট্রীম পিগিং (রক্ষণাবেক্ষণ) কার্যক্রম চলবে। এ কারণে চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী জেলা ও কুমিল্লা জেলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে না। সেই সঙ্গে চাঁদপুরের ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি) এবং ফেনীর ডরিন পাওয়ার প্লান্টে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাসের কুমিল্লা ডিভিশনের উপ মহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্যাস সরবরাহ বন্ধ থাকা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।’

বাখরাবাদ গ্যাসের কুমিল্লা ডিভিশনের উপ মহাব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। সরবরাহ একেবারে বন্ধ হবে না। এ সময়টাতে হয়তো গ্রাহক গ্যাস কম পাবে।’

চাঁদপুর শহরে মুমিনপাড়ায় বসবাসকারী গৃহিনী শামীমা তাছলিমা মুন্নি বলেন, ‘আমি শুনেছি, তবে প্রথমে বিশ্বাস করতে পারিনি। ঈদের এই গুরুত্বপূর্ণ সময়ে গ্যাস না থাকলে কিভাবে কি করবো বুঝতে পারছি না। এ সময়টাতে বাসায় অনেক অতিথি আসবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকলে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে।’

চাঁদপুরে কর্মরত বাখরাবাদের কর্মকর্তা মুহিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ন্যাশনাল গ্রীডে পিগিং অর্থাৎ রক্ষণাবেক্ষণ কাজ হবে, সে জন্য বিঘ্ন ঘটতে পারে। অর্থাৎ এ সময়ে গ্রাহকরা গ্যাস পেতে পারে আবার নাও পেতে পারে। এছাড়া গ্রাহকরা গ্যাস কমও পেতে পারে। তিনি জানান, ইতোমধ্যে এ বিষয়টি বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের জানানো হয়েছে। 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে