X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মতলবে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

চাঁদপুর প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ০৩:৩০আপডেট : ২১ জুলাই ২০১৮, ০৩:৩০





চাঁদপুর চাঁদপুর জেলার মতলবে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আমুয়াকান্দা গ্রামে ত্রাণমন্ত্রী মায়া চৌধুরীর সমর্থক ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আমিরুল ইসলাম খোকা পাটওয়ারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার লক্ষে শুক্রবার মোটর শোভাযাত্রার অনুমতি চান কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটওয়ারী। কিন্তু ওই একই দিন মতলব উত্তরের নন্দলালপুর, কালিপুর, ছেংগারচর, নয়াবাজার, মোহনপুর, আমুয়াকান্দা বেড়িবাঁধসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার কর্মসূচি ঘোষণা করে। এ কারণে খোকা পাটওয়ারীকে মোটরশোভাযাত্রা করার অনুমতি দেয়া হয়নি। কিন্তু খোকা পাটওয়ারী মোটর শোভাযাত্রা বের না করলেও শুক্রবার সকাল ১১টায় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সমর্থকরা মোটর শোভাযাত্রা বের করে। ওই শোভাযাত্রা আমুয়াকান্দা গ্রামে এলাকায় যাওয়ার পর আমুয়াকান্দা গ্রামে খোকা পাটওয়ারীর সমর্থকরা লাঠি-সোটা নিয়ে অবস্থান নিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু ফাঁকা গুলি ছোঁড়েন। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু বলেন, ‘আমি একটি কুলখানি অনুষ্ঠানে যাওয়ার সময় দেখি খোকা পাটওয়ারীর লোকজন ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জসহ নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এ অবস্থায় আমি পরিস্থিতি স্বাভাবিক করতে ফাঁকা গুলি ছুঁড়ি।

কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী বলেন, ‘আমি গত এক মাস আগে মোটর শোভাযাত্রার কর্মসূচী ঘোষণা করি। কিন্তু ত্রাণমন্ত্রী ও তার ছেলের লোকজনের কারণে শোভাযাত্রা নিয়ে বের হইনি। মারামারি এবং হামলা বিষয়ে আমি কিছুই জানি না।’
ওসি আনোয়ারুল হক কামাল বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি