X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘রফতানির মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়তে চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০১৯, ১৪:৫৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৪:৫৩

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বক্তব্য রাখেন এমপি এম এ লতিফ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এম এ লতিফ বলেছেন, বর্তমান সরকার রফতানি বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, ‘সরকার আমদানি শুল্কের মাধ্যমে আয় করতে চায় না। রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে চায়। তারই প্রতিফলন হিসেবে চলতি অর্থবছরে আমদানি শুল্ক আয় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। আগামীতে এটি আরও কমে আসবে। উৎপাদন বাড়িয়ে আমদানিকে কমিয়ে আনা হচ্ছে।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম কাস্টম হাউস আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করে কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি এম এ লতিফ আরও বলেন, ‘কাস্টম হাউসের কর্মকাণ্ডে অনেক পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের দাবির মুখে ২০০৬ সালে কাস্টম হাউসকে অটোমেটেড করা হয়েছিল। বর্তমানে সফটওয়ার-এসআইকুডা ওয়ার্ল্ড এর মাধ্যমে এ কার্যক্রমকে আরও গতিশীল করার কাজ চলছে। শুধু কাস্টম হাউস নয়, দেশের প্রতিটি সেবাখাতকে এখন অটোমেটেড সেবার আওতায় আনা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুফল প্রতিটি মানুষ পাবে।’

পরে কাস্টম হাউসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বারিক বিল্ডিং মোড় ঘুরে আবার কাস্টম হাউসের সামনে এসে শেষ হয়। এসময় র‌্যালিতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) প্রকাশ দেওয়ান, ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, কাস্টম হাউসের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান, যুগ্ম কমিশনার তোফায়েল আহমদসহ কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে কাস্টমস হাউসে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ এবং সভাপতিত্ব করেন কাস্টম হাউসের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান।

 

/এমএফ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!