X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রকল্পের ধীর গতি মেনে নেব না: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৫

 

 চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন,‘প্রকল্পের ধীর গতি আমি মেনে নেব না। কাজের গতি বাড়াতে হবে। চউকের কর্মকাণ্ড সম্পর্কে আমার ধারণা আছে। আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের সংশোধন করতে হবে। মানসিকতার পরিবর্তন করতে হবে।'

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন,‘দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি চট্টগ্রামকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন। চট্টগ্রামের উন্নয়ন আরও দ্রুত হতে হবে। আমাদের নিরলসভাবে কাজ করতে হবে, কাজের গতি বাড়াতে হবে।’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমরা কোনও অজুহাত শুনতে চাই না। আমরা চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত দেখতে চাই। চট্টগ্রামকে আধুনিক একটি নগরীতে পরিণত করতে চাই। চট্টগ্রাম একটি পর্যটনবান্ধব নগরী হোক, এটা চাই। তাই নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। যার যার দায়িত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে।’

সিডিএ চেয়ারম্যানের আব্দুস ছালামের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল হক আমিন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, সিডিএ সচিব তাহেরা ফেরদৌসসহ সিডিএ’র বোর্ড মেম্বার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বলেন,‘জলাবদ্ধতা নিরসনে নগরীর ৩৬টি খাল পুনর্খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১১টি খালের খনন কাজ চলছে। পর্যায়ক্রমে সবগুলো খাল খনন করা হবে। এসময় তিনি জলাবদ্ধতার জন্য মানুষের সৃষ্টি কারণগুলোকেও দায়ী করেন।’ তিনি জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা