X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

লাকড়িতে আগুন ধরানোর কথা বলে কেরোসিন কেনে শামীম

ফেনী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১১:২৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১১:৪২

নুসরাত হত্যা মামলা নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় জুডিশিয়াল স্টেটমেন্ট বা সাক্ষ্য দিয়েছেন কেরোসিন বিক্রেতা লোকমান ওরফে লিটন। তার দোকান থেকেই আসামিরা কেরোসিন কিনেছিল। সোমবার (২৯ এপ্রিল) বিকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে তার সাক্ষ্য গ্রহণ করা হয়।

পিবিআইয়ের সূত্রে জানা গেছে,  লিটন আদালতকে বলেছেন, ঘটনার আগেরদিন রাতে (৫ এপ্রিল) সোনাগাজীর ভূইয়া বাজারে তার দোকান থেকে ৭০ টাকা দিয়ে এক লিটার কেরোসিন কেনে শাহদাত হোসেন শামীম। তিনি বোতল চাইলে পলিথিনে কেরোসিন দিতে বলে সে। এতে তার সন্দেহ হয়। তিনি জানতে চান, কী কাজে লাগবে কেরোসিন। জাবাবে শামীম বলেন, লাকড়িতে আগুন ধরানোর জন্য। পরে পলিথিনে করে তাকে কেরোসিন দিয়ে দেন তিনি।

প্রসঙ্গত, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলার যৌন নিপীড়নের শিকার হয় নুসরাত। এ ঘটনায় তার মায়ের করা মামলায় সিরাজকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল রাফি আলিম পরীক্ষায় অংশ নিতে গেলে কৌশলে তাকে নির্মাণাধীণ একটি ভবনের ছাদে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় সিরাজের অনুসারীরা। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত জাহান রাফি ।

নুসরাতের বড়ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে গত ৮ এপ্রিল ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ১০ এপ্রিল মামলাটি তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। পিবিআই ২৩ আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখনও ৬ জন রিমান্ডে রয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার
দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার
গ্রিসে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী
গ্রিসে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী
পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করার টিপস জেনে নিন
পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করার টিপস জেনে নিন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!