X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সড়কে চাঁদাবাজি, পুলিশ সদস্যকে লাঞ্ছিত করলেন কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
১৫ মে ২০১৯, ২০:২৪আপডেট : ১৫ মে ২০১৯, ২০:৫০




চাঁদা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কুবি শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হন এক পুলিশ সদস্য মহাসড়কে মালবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়াকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে লাঞ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ মে) কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডস্থ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৩টা ১০ মিনিটের সময় বিশ্ববিদ্যালয়ের বাস (কুমিল্লা-স ১১-০০১১) কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছায়। এসময় বাসটির ড্রাইভার মোবাইলে মালবাহী ট্রাক থেকে এক পুলিশ সদস্যের চাঁদাবাজির ঘটনার ভিডিও ধারণ করেন। এ ঘটনায় ওই পুলিশ সদস্য ড্রাইভারের মোবাইল ছিনিয়ে নেন।

পরে বাসে থাকা শিক্ষার্থীরা নেমে আসলে ওই পুলিশ সদস্য নিজের হাতে থাকা অস্ত্র শিক্ষার্থীদের দিকে তাক করে সরে যেতে বলেন। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষেপে গিয়ে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফেরত নেন। পরে অপর এক পুলিশ সদস্য মো. কামালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ওই বাসের শিক্ষার্থী শাহরিয়ার নোবেল বলেন, ‘বাসে বসে ছিলাম। হঠাৎ হট্টগোল শুনে নিচে নেমে জানতে পারি অভিযুক্ত পুলিশ সদস্য নাকি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা এক ট্রাক থেকে চাঁদা নিচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় বাসের ড্রাইভার ওই ঘটনা ভিডিও করলে পুলিশ সদস্য তার মোবাইলটি ছিনিয়ে নেন। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন ও মোবাইলফোন উদ্ধার করেন।’

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ‘কারও মোবাইল কেড়ে নেওয়া গুরুতর অপরাধ। আমাদের কোনও পুলিশ সদস্য সেটা করে থাকলে আপনারা থানায় এসে অভিযোগ জানালে আমরা ব্যবস্থা নেবো।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, ‘আমি বিষয়টি শুনেছি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ ধরনের ঘটনার পুনারাবৃত্তি যাতে না হয় এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল