X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সড়কে চাঁদাবাজি, পুলিশ সদস্যকে লাঞ্ছিত করলেন কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
১৫ মে ২০১৯, ২০:২৪আপডেট : ১৫ মে ২০১৯, ২০:৫০




চাঁদা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কুবি শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হন এক পুলিশ সদস্য মহাসড়কে মালবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়াকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে লাঞ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ মে) কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডস্থ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৩টা ১০ মিনিটের সময় বিশ্ববিদ্যালয়ের বাস (কুমিল্লা-স ১১-০০১১) কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছায়। এসময় বাসটির ড্রাইভার মোবাইলে মালবাহী ট্রাক থেকে এক পুলিশ সদস্যের চাঁদাবাজির ঘটনার ভিডিও ধারণ করেন। এ ঘটনায় ওই পুলিশ সদস্য ড্রাইভারের মোবাইল ছিনিয়ে নেন।

পরে বাসে থাকা শিক্ষার্থীরা নেমে আসলে ওই পুলিশ সদস্য নিজের হাতে থাকা অস্ত্র শিক্ষার্থীদের দিকে তাক করে সরে যেতে বলেন। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষেপে গিয়ে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফেরত নেন। পরে অপর এক পুলিশ সদস্য মো. কামালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ওই বাসের শিক্ষার্থী শাহরিয়ার নোবেল বলেন, ‘বাসে বসে ছিলাম। হঠাৎ হট্টগোল শুনে নিচে নেমে জানতে পারি অভিযুক্ত পুলিশ সদস্য নাকি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা এক ট্রাক থেকে চাঁদা নিচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় বাসের ড্রাইভার ওই ঘটনা ভিডিও করলে পুলিশ সদস্য তার মোবাইলটি ছিনিয়ে নেন। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন ও মোবাইলফোন উদ্ধার করেন।’

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ‘কারও মোবাইল কেড়ে নেওয়া গুরুতর অপরাধ। আমাদের কোনও পুলিশ সদস্য সেটা করে থাকলে আপনারা থানায় এসে অভিযোগ জানালে আমরা ব্যবস্থা নেবো।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, ‘আমি বিষয়টি শুনেছি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ ধরনের ঘটনার পুনারাবৃত্তি যাতে না হয় এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই