X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার রাশেবের জামিন নামঞ্জুর

ফেনী প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৩:২৪আপডেট : ২০ মে ২০১৯, ২০:৪৫

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ঢাকা ব্যাংক ফেনী শাখায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ব্যাংক কর্মকর্তা গোলাম সাঈদ রাশেবের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে জেলা ও দায়রা জজ সাঈদ আহম্মদের আদালতে রাশেব আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। দুদকের পিপি শরফুদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে গত বুধবার (১৫ মে) তার ১০ দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উল্যাহ।
দুদকের পিপি শরফুদ্দিন মানিক জানান, অর্থ আত্মসাতের ঘটনায় দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের ৬টি অ্যাকাউন্ট বেরিয়ে আসে। এসব অ্যাকাউন্টে তল্লাশি চালিয়ে রাশেবের ভাই হোসাইন মোহাম্মদ কাউছারের দুটি অ্যাকাউন্টে যথাক্রমে ১ কোটি ৫ লাখ ও ১ কোটি ৬০ লাখ, বোন হাজী বদরুজাহান ইয়াসমিনের দুটি অ্যাকাউন্টে ৭০ লাখ, সামছুজাহান আইরিনের দুটি অ্যাকাউন্টে যথাক্রমে ৩০ লাখ ও ৩৫ লাখ টাকার সন্ধান পাওয়া যায়।
টাকা আত্মসাতের ঘটনায় ১৯ মার্চ ব্যাংকটির ফেনী শাখার সাবেক ব্যবস্থাপক মো.আকতার হোসাইন সরকার অভিযুক্ত রাশেব ও ক্যাশিয়ার আবদুস সামাদকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। রাশেব বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে অন্তত ৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। ৩ এপ্রিল রাজধানীর পুরানা পল্টনে স্কাউট ভবনের সামনে থেকে রাশেবকে গ্রেফতার করে দুদক। জিজ্ঞাসাবাদে আদালতে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দুদক নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসাইন অভিযুক্ত রাশেবের ভাই-বোনের ৬টি অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জব্দের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাশেবের ভাই-বোনের ৬টি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এসব অ্যাকাউন্টে প্রায় ৪ কোটি টাকা জমা রয়েছে। ধারণা করা হচ্ছে, অ্যাকাউন্টগুলো ভাই-বোনের ভুয়া স্বাক্ষর দিয়ে রাশেবই চালাতো।

/জেবি/এমওএফ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ