X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১৫:৩৭আপডেট : ২৬ মে ২০১৯, ১৯:২১

ইয়াবাসহ আটক আবদুল আমিন (মাঝে) কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবা ও তিন লাখ টাকাসহ আবদুল আমিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২৬ মে) ভোরে টেকনাফের হাতিয়ারঘোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আবদুল আমিন কক্সবাজারের জুলিয়ার খুরোশখুল গ্রামের ফজলুল হকের ছেলে। র‌্যাব ১৫-এর টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য জানিয়েছেন। 

এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজারের নবগঠিত র‌্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিজ আহমেদ, উপ-অধিনায়ক মেজর রবিউল হাসান ও টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব।

মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘আমরা গোপনে খবর পাই মিয়ানমার থেকে আনা ইয়াবার একটি বড় চালান রবিবার ভোরে হাতিয়ারঘোনা পাহাড়ি এলাকার মুজিবুর রহমানের বাড়িতে মজুত করা হবে। এ খবরের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তখন বাড়ির মালিক মুজিবুর পালিয়ে যায়। এ সময় আবদুল আমিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা ও তিন লাখ টাকা উদ্ধার করা হয়। সিএনজি অটোটিও জব্দ করা হয়েছে।’

এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আবদুল আমিন স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশের বিভ্ন্নি জেলায় পাচার করছে সে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী মুজিবুরকে গ্রেফতারে অভিযান চলছে। র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোনও মাদক ব্যবসায়ীর ছাড় নেই। ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।’

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ