X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বান্দরবান সীমান্তের শূন্য রেখায় এখনও ৩৯১০ রোহিঙ্গা

নজরুল ইসলাম (টিটু), বান্দরবান
২৫ আগস্ট ২০১৯, ১২:২৭আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১২:৪৫

বান্দরবানের শূন্য রেখায় থাকা রোহিঙ্গারা বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ২ বছর পার হলেও এখন পর্যন্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে শূন্য রেখায় এখনও ৬৩৩ পরিবারের তিন হাজার ৯১০ জন অবস্থান করছেন।  যদিও প্রথমে এখানে ৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল। মিয়ানমারে হত্যা, নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে বাংলাদেশে রোহিঙ্গা আসা শুরু হয়। কক্সবাজার ছাড়াও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা, বড়ছনখোলা, আশারতলী সাপমারাঝিরি, ঘুমধুম, কোণার পাড়া বাইশফাঁড়ি ও দোছড়ি সীমান্ত দিয়ে অন্তত ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট থেকে ২০১৭ সালের ২০ অক্টোবর থেকে প্রথম দফায় কক্সবাজারের বালুখালিতে স্থানান্তর করা হয় ১২ হাজার রোহিঙ্গাকে। এরপর ধাপে ধাপে শাপমারা ঝিরিসহ অন্যান্য ক্যাম্পগুলোয় বাকিদের স্থানান্তর করা হয়।

বান্দরবানের শূন্য রেখায় থাকা রোহিঙ্গারা ঘুমধুম সীমান্তের শূন্য রেখায় থাকা রোহিঙ্গা মাস্টার দিল মোহাম্মদ জানান, রোহিঙ্গারা তুমব্রু কোণারপাড়া এলাকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন।  তবে মিয়ানমার সরকারের ওপর উপর নির্ভর করছে তাদের দেশে ফেরা।

খবর নি‌য়ে জানা গে‌ছে, শূন্য রেখায় থাকা সা‌ড়ে ৬ হাজার রো‌হিঙ্গার ম‌ধ্যে মাত্র তিন হাজার ৯১০ রো‌হিঙ্গা অবস্থান আছে। বাকিরা পা‌লি‌য়ে বান্দরবা‌নের বি‌ভিন্ন উপ‌জেলাসহ দে‌শের বি‌ভিন্ন প্রা‌ন্তে চলে গেছে। যারা শূন্য রেখায় আছে তারা মাদক পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে।

বান্দরবানে থাকা রোহিঙ্গারা নাইক্ষ্যংছ‌ড়ির ঘুমধু‌মের বা‌সিন্দা আবদুল হা‌মিদ জানান, তুমব্রু সীমা‌ন্তের কোণার পাড়ায় আশ্রয় নেওয়া রো‌হিঙ্গারা বি‌ভিন্ন অপক‌র্মে জড়িয়ে পড়েছে। তারা অ‌নে‌কেই মিয়ানমার থে‌কে ইয়াবা সংগ্রহ ক‌রে দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে পাচা‌র কর‌ছে। এছাড়া চোরাকারবারি, মারামা‌রিসহ নানান অপরা‌ধেও তারা লিপ্ত হ‌চ্ছে।

এ বিষ‌য়ে ঘুমধু‌ম ইউ‌পি চেয়ারম্যান জাহাঙ্গীর আ‌জিজ ব‌লেন, তুমব্রু সীমা‌ন্তের আশ্রয় নেওয়া রো‌হিঙ্গারা বি‌ভিন্ন অপক‌র্মে জড়িয়ে পড়ছে। এছাড়া তারা এতটাই উগ্র যে কেউ তা‌দের সঙ্গে ভালো ক‌রে কথাও বল‌তে পারে না। তা‌দেরকে এখান থে‌কে স‌রি‌য়ে নেওয়া উ‌চিত।

রোহিঙ্গা শিশু এ বিষ‌য়ে নাইক্ষ্যংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সা‌দিয়া আফ‌রিন ক‌চি ব‌লেন, প্রশাসন সবসময়ই তা‌দের সেবা দি‌য়ে যাচ্ছে। ‌তা‌দের ব্যাপা‌রে প্রশাসন স‌চেতন র‌য়ে‌ছে।

 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ