X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঘর থেকে হারানো শিশু মিললো ফুটপাতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৭

ঘর থেকে হারানো শিশু মিললো ফুটপাতে ঘর থেকে হারিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ৪০ দিন বয়সী এক শিশুকে ফুটপাত থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরীর কাজির দেউরি মোড় থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বেলা পৌনে ১২টার দিকে নগরীর মেহেদিবাগ এলাকার একটি বাসা থেকে শিশুটি হারিয়ে যায়।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, কাজির দেউরি মোড়ের ভিআইপি টাওয়ারের বিপরীতে সার্কিট হাউসের সীমানা প্রাচীর ঘেঁষা ফুটপাত থেকে শিশুটি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরী জানান দুপুর ১২টার দিকে ৯৯৯-এ ফোন দিয়ে নিজের বাসা থেকে বাচ্চা হারিয়ে যাওয়ার কথা জানান চিটাগাং গ্রামার স্কুলের শিক্ষক মানিক চক্রবর্তী। অভিযোগ পেয়ে ওই বাসায় যাওয়ার কিছুক্ষণ পর খবর পাওয়া যায় ফুটপাত থেকে একটি শিশু উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি ওই শিক্ষককে বিষয়টি জানালে তিনি হাসপাতালে গিয়ে শিশুটিকে নিজের শিশু কন্যা সন্তান বলে শনাক্ত করেন। পরে শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়।

তিনি বলেন, শিশুটি কিভাবে ফুটপাতে পৌঁছালো তা এখনও আমরা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি।

শিশুটির মায়ের বরাত দিয়ে রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘শিশুটিকে খাটের ওপর রেখে তার মা চার তলা থেকে ওষুধ কিনতে নিচে যায়। ওই সময় তার শ্বাশুড়ি বাথরুমে ছিলেন। এরপর বাসায় ফিরে শিশু সন্তানটিকে না পেয়ে তার স্বামীকে জানান। এরপর শিশুটির বাবা মানিক চক্রবর্তী ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।’

শিশুটিকে উদ্ধার করার বিষয়ে কোতোয়ালী থানার এএসআই হামিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তখন আমরা সার্কিট হাউজ এলাকায় দায়িত্ব পালন করছিলাম। এসময় এক পথ শিশু এসে ফুটপাতে বাচ্চা পড়ে থাকার খবর দেয়। পরে আমরা গিয়ে একটি চটের বস্তায় থাকা শিশুটিকে কাঁদতে দেখি। এরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাই’।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের