X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সিটি করপোরেশনের সীমানা বাড়ানো উচিত: মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭

সিটি করপোরেশনের সীমানা বাড়ানো উচিত: মেয়র নাছির চট্টগ্রাম নগরীতে মানুষের চাপ বাড়ছে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সীমানা বাড়ানোর তাগিদ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চট্টগ্রাম আসছেন। জনগণের এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা বর্তমানে এই নগরের নেই। এই মুহূর্ত থেকে নতুন চিন্তা করা উচিত। নগরের সীমা বাড়ানো এখন সময়ের দাবি। ৬০ বর্গ কিলোমিটারের এ নগর ১২০ বর্গ কিলোমিটার বা আরও বাড়ানো উচিত।’

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর শেরশাহে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ফ্ল্যাট ব্লক কাম শপিং ও কমিউনিটি সেন্টার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগরে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আনোয়ারায় আরও দুইটি ইকোনমিক জোন হবে। সেখানে কর্মসংস্থান হবে। যদি এখনই পরিকল্পনা না করা হয়, তবে এই ইকোনোমিক জোনগুলো চালুর পর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। যারা নীতি নির্ধারক আছেন তাদের এ মুহূর্তে বিষয়টি চিন্তা করা দরকার।’

তিনি আরও বলেন, ‘এক সড়ক বার বার কাটছে। যত ঠিক করি না কেনও দিন শেষে সিটি করপোরেশনকেই দায় দেওয়া হচ্ছে। আলাদা ইউটিলিটি সার্ভিস লাইন তৈরির এখনও সময় আছে। তাহলে বার বার সড়ক কাটতে হবে না। এখন ওয়াসা, টিঅ্যান্ডটি সড়ক কাটছে, পিডিবিও কাটবে। এভাবে চলতে থাকলে মানুষ সুফল পাবে না।’

সাংবাদিক কো-আপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক মহসীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং প্রকল্পের কনসালট্যান্ট, রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে যুবদলের লিফলেট বিতরণ
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে যুবদলের লিফলেট বিতরণ
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার
পশ্চিম তীরকে ইসরায়েলে সংযুক্ত করার আহ্বানের নিন্দা জানালো তুরস্ক
পশ্চিম তীরকে ইসরায়েলে সংযুক্ত করার আহ্বানের নিন্দা জানালো তুরস্ক
ঢাকায় মানবাধিকার অফিস খোলার বিষয়ে চুক্তির খসড়া বিবেচনা করছে জাতিসংঘ
ঢাকায় মানবাধিকার অফিস খোলার বিষয়ে চুক্তির খসড়া বিবেচনা করছে জাতিসংঘ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’