X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২০, ১৭:৫৪আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৫৮





‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে যারা বাসায় অবস্থান করছেন, তাদের সহায়তায় এগিয়ে এলো চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। ‘আপনি ঘরে থাকুন, দোকানই যাবে আপনার কাছে’ শিরোনামে চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সংগ্রহ করে মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ। কাউকে যেন ঘর থেকে বের হতে না হয়, সেজন্য এ উদ্যোগ নিয়েছে পুলিশ।


নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘করোনা ভাইরাসের বিস্তার রোধে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাসায় অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশ মেনে যারা বাসায় রয়েছেন, তাদের জন্য সিএমপির পক্ষ থেকে ‘হোম সার্ভিস’ সেবা চালু করা হয়েছে। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশনায় নগরের ১৬ থানায় চালু করা হয়েছে পুলিশের এ ‘হোম সার্ভিস’ সুবিধা। থানার ডিউটি অফিসারের নম্বরে ফোন করে অর্ডার দিলে বাজার নিয়ে হাজির হচ্ছে পুলিশ। এছাড়া সিএমপির হটলাইনে কল করে এই সেবা নিতে পারবেন নগরবাসী।’’
‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’ সিএমপির চারটি জোনের দায়িত্বে থাকা উপ-কমিশনাররা হোম সার্ভিসের বিষয়টি তদারকি করছেন বলে তিনি জানান।
জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের চারটি থানাতেই হটলাইন চালু করেছি। এখানে ফোন করে নগরবাসী অতীব জরুরি দ্রব্যাদি ও ওষুধের ক্ষেত্রে আমাদের সহায়তা নিচ্ছেন। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে এই পর্যন্ত চারটি থানার মাধ্যমে অন্তত ১০ থেকে ১৫টি পরিবার এই সেবা নিয়েছে। আমরা চাই নগরবাসী সরকারের নির্দেশনা মেনে চলুক। সেজন্য আমাদের এই বিশেষ উদ্যোগ। পাশাপাশি কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন হয়, আমরা তাদের সহায়তায় এগিয়ে আসবো।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ