X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২০, ১৭:৫৪আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৫৮





‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে যারা বাসায় অবস্থান করছেন, তাদের সহায়তায় এগিয়ে এলো চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। ‘আপনি ঘরে থাকুন, দোকানই যাবে আপনার কাছে’ শিরোনামে চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সংগ্রহ করে মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ। কাউকে যেন ঘর থেকে বের হতে না হয়, সেজন্য এ উদ্যোগ নিয়েছে পুলিশ।


নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘করোনা ভাইরাসের বিস্তার রোধে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাসায় অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশ মেনে যারা বাসায় রয়েছেন, তাদের জন্য সিএমপির পক্ষ থেকে ‘হোম সার্ভিস’ সেবা চালু করা হয়েছে। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশনায় নগরের ১৬ থানায় চালু করা হয়েছে পুলিশের এ ‘হোম সার্ভিস’ সুবিধা। থানার ডিউটি অফিসারের নম্বরে ফোন করে অর্ডার দিলে বাজার নিয়ে হাজির হচ্ছে পুলিশ। এছাড়া সিএমপির হটলাইনে কল করে এই সেবা নিতে পারবেন নগরবাসী।’’
‘বাসায় থাকুন, আপনার বাজার পৌঁছে দেবে পুলিশ’ সিএমপির চারটি জোনের দায়িত্বে থাকা উপ-কমিশনাররা হোম সার্ভিসের বিষয়টি তদারকি করছেন বলে তিনি জানান।
জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের চারটি থানাতেই হটলাইন চালু করেছি। এখানে ফোন করে নগরবাসী অতীব জরুরি দ্রব্যাদি ও ওষুধের ক্ষেত্রে আমাদের সহায়তা নিচ্ছেন। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে এই পর্যন্ত চারটি থানার মাধ্যমে অন্তত ১০ থেকে ১৫টি পরিবার এই সেবা নিয়েছে। আমরা চাই নগরবাসী সরকারের নির্দেশনা মেনে চলুক। সেজন্য আমাদের এই বিশেষ উদ্যোগ। পাশাপাশি কেউ যদি হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন হয়, আমরা তাদের সহায়তায় এগিয়ে আসবো।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ পুলিশের সঙ্গে হাতাহাতি
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ পুলিশের সঙ্গে হাতাহাতি
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত