X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ফলোআপ রিপোর্ট নেগটিভ আসার একদিন পর আ. লীগ নেতার মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৮:৩৯আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৯:৩৮

চাঁদপুর করোনাভাইরাসের ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসার একদিন পর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আনিসুজ্জামান চৌধুরীর (৬৫) মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। আনিসুজ্জামান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ জুন থেকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৭ জুলাই) তার ফলো রিপোর্ট নেগেটিভ আসে।  

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাজীব কিশোর বণিক বলেন, ‘আনিসুজ্জামান চৌধুরীর নমুনা পুনরায় পাঠানোর পর গত মঙ্গলবার রিপোর্ট আসে নেগেটিভ। করোনা ছাড়াও তার শরীরে অন্যান্য রোগ ছিল। বুধবার রাতে হঠাৎ তার অবস্থা বেগতিক দেখে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। রাতেই অ্যাম্বুলেন্সে ঢাকা রওনা হলে পথে তার মৃত্যু হয়।’

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কাউছার হিমেল জানান, ২১ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। ২৬ জুন তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপর ২৯ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জুলাই তার দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসে। তিনি আরও জানান, এই আওয়ামী লীগ নেতার হার্ট এবং লিভারে সমস্যা ছিল। সে কারণে গতকাল সকাল থেকে তাকে ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু স্বজনরা আসতে দেরি করেন। স্বজনরা রাতে আসার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

গোলাম কাউছার হিমেল বলেন, ‘গতকাল তিনি ভালোই ছিলেন। নরমাল বেডেই চিকিৎসা চলছিল। তবে রাতে তিনি অক্সিজেন নিতে পারছিলেন না।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন, 'মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন- গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা। তিনি মতলব পৌরসভার কলাদী এলাকায় বাস করতেন।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তার দাফন সম্পন্ন করা হয়েছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল টুন্ডা বাবু
জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল টুন্ডা বাবু
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’