X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ আগস্ট ২০২০, ১২:০৩আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১২:০৩

সংঘর্ষে আহত কয়েকজন (মাথায় ব্যান্ডেজ করা) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত অন্তত ৪০ জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য জানান।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে পত্তন ইউনিয়নে নির্মাণাধীন শেখ হাসিনা সড়কের পাশের জায়গায় গরুর খামার তৈরি করছিলেন এলাকার প্রভাবশালী জাকির হোসেনের সমর্থক নিলুমিয়া। পত্তন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার সেলিম উদ্দিনের সমর্থকরা এতে বাধা দেন। এ সময় তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে এ নিয়ে মনিপুর বাজারে সেলিম উদ্দিনের সমর্থকদের ওপর জাকির হোসেনের সমর্থকরা অতর্কিতে হামলা চালান। পরে সেলিম উদ্দিনের সমর্থকেরাও পাল্টা হামলা চালালে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে পত্তন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সেলিম উদ্দিন জানান, শেখ হাসিনা সড়কের পাশে অবৈধভাবে গরুর খামার নির্মাণ করে মাদক ব্যবসা করে আসছিলেন জাকিরের সমর্থক নিলু মিয়া ও তার লোকজন। এ ঘটনায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে জাকিরের লোকজন মনিপুর বাজারে তাদের ওপর হামলা চালিয়ে আহত করেছেন।

অপরদিকে, জাকির হোসেন জানান, তার পক্ষের নিলু মিয়া নিজের জমিতে গরুর খামার তৈরি করেছেন। বিকালে খামারে গরু দেখতে গেলে সেলিম উদ্দিনের লোকজন লিলুমিয়া ও তার লোকজনকে গরুর খামার সরিয়ে নিতে বলেন। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, আহতদের অনেকের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। তবে তারা সবাই আশঙ্কামুক্ত। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা