X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ছাত্র ইউনিয়ন সভাপতি ও সম্পাদকসহ ২৫ জন নোয়াখালীতে চিকিৎসাধীন

ফেনী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ২১:৫৪আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৫৪

আহত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী নোবেল ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে নোয়াখালী অভিমুখী লংমার্চে ফেনীতে হামলায় আহতদের মধ্যে ২৫ জন নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্র ইউনিয়ন নেতা আসমা আক্তার, ইমা, রাপিদা, দিপা ফাহমিদাও রয়েছেন।

লংমার্চে অংশ নেওয়া বাম ফ্রন্টের সমন্বয়ক আব্দুলাহ আল কাফি রতন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ শেষে আমরা যখন বেগমগঞ্জের উদ্দেশ্যে বাসে উঠতে যাই, তখন ছাত্রলীগ-যুবলীগের এক দল যুবক আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় জোটের আহত নেতাকর্মীদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তারাই কেবল হাসপাতালে ভর্তি হয়েছেন।

নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ জানান, লংমার্চে আহতরা নোয়াখালী সদর হাসপাতাল ও চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতাল চিকিৎসাধীন। 

সূত্র জানায়, শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে লংমার্চ করে পুরাতন ট্রাংক রোড হয়ে নোয়াখালী অভিমুখে যাত্রাকালে শহরের নির্মাণ সুপার মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের এলোপাতাড়ি লাঠিপেটায় লংমার্চে অংশগ্রহণকারীরা প্রাণ বাঁচাতে ছুট দেন। হামলায় জোটের মোট ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তাদের দাবি। 

জোটের পক্ষ থেকে আরও বলা হয়, ফেনী ছাড়াও দাগনভূঞা উপজেলা সদরে সভার প্রস্ততিকালে স্থানীয়দের সমাবেশেও হামলার ঘটনা ঘটেছে। এ সময়ও বাম ফ্রন্টের কমপক্ষে ১০ জন স্থানীয় নেতাকর্মী আহত হন।

তবে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি এন সালাউদ্দিন ফিরোজ। বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লংমার্চ কর্মসূচি আমরাও সমর্থন করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তারা লংমার্চের নামে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর ছবি সম্বলিত ফেস্টুনে বিভিন্ন অশালীন ও আপত্তিকর মন্তব্য লেখায় জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এতে ছাত্রলীগ অত্যন্ত মর্মাহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। হামলায় ছাত্রলীগ জড়িত নয় বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকার শাহবাগ থেকে লংমার্চ শুরু হয়ে দুপুরে নারায়ণগঞ্জে গিয়ে সমাবেশ করে। পরে সেখান থেকে সন্ধ্যায় কুমিল্লায় পৌঁছে সমবেশ করে। পরে ফেনীতে গিয়ে আন্দোলনকারীরা রাত যাপন করে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদমিনারে সমাবেশ শেষে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে। যাত্রা শুরুর পরই আন্দোলনকারীরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা