X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভর্তির লটারিতে বালক বিদ্যালয়ে আসলো মেয়ের নাম!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ১৮:০৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৮:০৮

অনলাইনে লটারি প্রক্রিয়ায় ভর্তির ফলাফলে প্রথম শ্রেণির ভর্তি তালিকায় বর্ষা আক্তার নামে একজন কন্যা শিশু ব্রাহ্মণবাড়িয়ার বালকদের বিদ্যাপিঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। বালক উচ্চ বিদ্যালয়ের তালিকায় বালিকার নাম আসায় বিষয়টি এখন সবার আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার অন্ননদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলতি বছর প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ২৩ নম্বরে স্থান পেয়েছে বর্ষা আক্তারের নাম। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর নাম একাধিকবার উঠেছে তালিকায়।

দেশের অন্যান্য সরকারি বিদ্যালয়গুলোর মতো এ বিদ্যালয়টিতেও প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হয়।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন জানান, ‘বর্ষা আক্তারের নামটি আমাদেরও চোখে পড়েছে। আমরা ভর্তি কার্যক্রম শুরুর পর জন্ম সনদ দেখে বলতে পারবো আসল সমস্যা কোন জায়গায়। তবে নামের অংশ হিসেবে মেয়ে বলেই প্রতিয়মান হয়েছে। আমাদের ধারণা, যেহেতেু এক শিক্ষার্থী আবেদনে পাঁচটি স্কুল নির্বাচন করতে পারে- হয়তো কোনও মেয়ে শিক্ষার্থী ভুল করে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ও নির্বাচন করেছে। এছাড়া কম্পিউটারে অনলাইনে প্রথমবারের মতো ভর্তি প্রক্রিয়ার ফরমের মধ্যে জেন্ডার এর ঘরে ভুল হতে পারে। ভর্তি প্রক্রিয়া শুরু হলে বিষয়টি স্পষ্ট হবে।’

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভর্তি কমিটির মিটিং রয়েছে। হয়তো এসব বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত। এটি জেলার প্রাচীন বিদ্যাপিঠ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা