X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

কাদের মির্জার বৃহস্পতিবারের হরতাল ১২টা পর্যন্ত

নোয়াখালী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা বৃহস্পতিবারের (১৮ ফেব্রুয়ারি) আধা বেলা হরতালের সময় দুপুর ২টা থেকে কমিয়ে বেলা ১২টা পর্যন্ত করা হয়েছে। এদিন দুপুর ২ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে হরতালের সময় দুই ঘণ্টা কমানো হয়েছে। হরতাল আহ্বানকারী পৌরমেয়র আবদুল কাদের মির্জা বুধবার রাতে এ ঘোষণা দিয়েছেন।

এর আগে বুধবার দুপুর ১টায় বসুরহাট পৌরসভার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আল্টিমেটাম দিয়ে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন আবদুল কাদের মির্জা। নোয়াখালীতে অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ দলীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের দাবিতে তিনি এ হরতালের ডাক দেন।

এ সংবাদ সম্মেলনের আগে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অবস্থান ধর্মঘট পালন করার পর সে কর্মসূচি প্রত্যাহার করে নিজ কার্যালয়ে গিয়ে হরতালের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, ‘এটি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

প্রসঙ্গত: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আবারও নির্বাচিত পৌর মেয়র মির্জা আবদুল কাদের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই। পৌর নির্বাচনের প্রচারণা চালানোর সময় থেকে নানা ধরনের মন্তব্য করে ও দলের বিভিন্ন নেতার মন্তব্যের জবাব দিয়ে আলোচনায় আসেন তিনি। দলের জেলার নেতাদেরও তিনি কঠোর সমালোচনা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
গাজায় যুদ্ধের অবসান নিয়ে সংশয় ও আশার দোলাচলে মধ্যপ্রাচ্য
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকগাজায় যুদ্ধের অবসান নিয়ে সংশয় ও আশার দোলাচলে মধ্যপ্রাচ্য
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই