X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘ডা. শাহাদাতের মামলা মোকাবিলা করবে কমিশন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৯

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের করা মামলা আইনগতভাবে মোকাবিলা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের আইনে বলা আছে নির্বাচন নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে তিনি মামলা করতে পারবেন। তার জন্য কমিশন ট্রাইব্যুনাল গঠন করেছে। বিএনপির পরাজিত প্রার্থী আদালতে মামলা করেছেন। আমরা এই মামলা আইনগতভাবে মোকাবিলা করবো। মামলার শুনানিতে বিএনপির অভিযোগ বিএনপি তুলে ধরবে, কমিশনের বক্তব্য কমিশন উপস্থাপন করবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। পৌরসভা ও স্থগিত হওয়া সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, কমিশন সব সময় অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায়। ভোটারদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, এটাই আমরা চাই। প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাচইন পরিবেশ নষ্ট করে না, অতি উৎসাহী কিছু প্রার্থী ও রাজনৈতিক কর্মী এ কাজ করে। যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয় সামনে আসে, তখন কেউ ছাড় দিতে চায় না। যেভাবেই হোক নির্বাচনে জয়লাভ করতে চান।

তিনি আরও বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার বিষয়। নির্বাচনে যদি সব দল প্রতিদ্বন্দ্বিতা না করে সে নির্বাচন তেমন ভালো হয় না। সিটি নির্বাচনে যেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম তেমন হয়নি।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার রাশেদুল হক, সিএমপির উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বক্তব্য রাখেন। এতে চট্টগ্রামের বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে করপোরেশনের নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী, রির্টারিং কর্মকর্তা হাসানুজ্জামানসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। মামলার এজাহারে কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে দাবি করে নির্বাচন বাতিলের আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:
চসিক নির্বাচন বাতিল চেয়ে আদালতে ডা. শাহাদাতের মামলা
আ.লীগের সঙ্গে নির্বাচন হয়নি, হয়েছে রাষ্ট্রযন্ত্রের সাথে: ডা. শাহাদাত 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল