X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মার্চ ২০২১, ১১:৪৫আপডেট : ০১ মার্চ ২০২১, ১১:৪৫

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় লালদিয়ার চরে উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১ মার্চ) সকালে ছয় জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে বলে জনিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। উচ্চ আদালতের নির্দেশে বন্দরের ৫২ একর ভূমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।

গত ২৭ ফেব্রুয়ারি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে চূড়ান্ত উচ্ছেদের বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটিকে জানিয়ে দেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ অভিযান শুরু হয়।

বন্দর সচিব ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দরের ১৩২ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। ছয় জন ম্যাজিস্ট্রেট ছয়টি জোনে ভাগ হয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। উচ্ছেদ অভিযানে পুলিশ, র‌্যাব, আনসার সদস্য ছাড়াও বন্দর, ওয়াসা, পিডিবিসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নিয়েছেন।’

এদিকে উচ্ছেদকে ঘিরে লালদিয়ার চরে বসবাসকারী ১৪ হাজার মানুষ পথে বসতে যাচ্ছে। কোনও ধরনের পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলমগীর হাসান বাংলা ট্রিবিউন বলেন, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। বন্দরের এই উচ্ছেদ অভিযানের কারণে আমরা ১৪ হাজার মানুষ পথে বসতে যাচ্ছি। গত ২০ দিন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। অহিংস আন্দোলন করেছি। এত কিছুর পরেও প্রশাসনকে আমাদের পাশে পাইনি। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মেনে আমরা চলে যাচ্ছি। জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পুনর্বাসন চাই। সরকারি খাস জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা