X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদেরের সহধর্মিণী: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ২০:৫৭আপডেট : ১৪ মার্চ ২০২১, ২২:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিণী। ওবায়দুল কাদের সাহেবের ওপর প্রভাব খাটিয়ে তিনি এই কাজগুলো করছেন।’ রবিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় নিজের ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

আবদুল কাদের মির্জা বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, গত কয়েক দিন কোম্পানীগঞ্জে আমাকে হত্যার উদ্দেশ্যে এবং কাউকে না কাউকে হত্যা করে আমাকে এবং আমার নেতাকর্মীদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র চলছে। ইতোমধ্যে সাংবাদিক মুজাক্কিরকে হত্যা করা হয়েছে। আমাকে হত্যা করতে না পেরে আলাউদ্দিন নামে একজন সিএনজি ড্রাইভারকে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ফেনীর অপরাজনীতির হোতা নিজাম হাজারী আর নোয়াখালীর অপরাজনীতির হোতা একরামুল করিম চৌধুরী। ঢাকাতে মন্ত্রীর পরিচয় দিয়ে, মন্ত্রীর কথা বলে আজকে প্রশাসনকে প্রভাবিত করতেছে। তাছাড়া আমাকে যেদিন এখানে আক্রমণ করা হলো, এখানে ৫০০ পুলিশ ছিল। আমার সঙ্গের ছেলেটা আহত হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার আরও ১০ জন কর্মী ঢাকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেউ খবর রাখেনি। আমি আজ এখান থেকে খবর নিয়েছি। ঢাকায় কয়েকজন আছে, তারা খবর নিয়েছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ছাড়া একটা নেতাও খোঁজ-খবর রাখেনি।’

তিনি বলেন, ‘সেদিন যারা আক্রমণ করেছে তাদের মধ্যে রয়েছে– মিজানুর রহমান বাদল, একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব, চর এলাহীর চেয়ারম্যান রাজ্জাক, রাহাত, রোবেন্স, মঞ্জু, শাহীন চেয়ারম্যান, কচি, আলো, আরিফ, আলাল, সবুজ, মুন্না, তানভীর, লিংকন, রনি, রিয়াদ, সবুজ, সোহেল, রোমেল, হেঞ্জু মেম্বার, নূরনবী, রঙমালার হুজুর রাজাকার, নাহিদ, শাহেদ, আবদুল্লাহ, কালাম, জামাল মেম্বার, বাদলের ছোট ভাই বিদ্যুৎ। তারাসহ প্রায় পাঁচ-সাতশ’ যাদের সবার হাতে অস্ত্র, লাঠি, কিরিচ, ককটেল ছিল। সবাই চতুর্দিক থেকে পৌরসভায় আক্রমণ করলো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি।’

তিনি বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট। আজকে যত ষড়যন্ত্র ও চক্রান্ত আপনারা করুন, আমার ধমনীতে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি অন্যায়, অনিয়ম, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো। আমি সাহস করে সত্য কথা বলবো। যতই ষড়যন্ত্র আপনারা করবেন, জনগণের হৃদয় থেকে আমাকে কখনও সরাতে পারবেন না। ইনশআল্লাহ জনগণের সঙ্গে আছি। যারা এগুলো করছেন, তাদের একদিন জবাব দিতে হবে।’

শেষে তিনি কর্মীদের শান্ত থাকার অনুরোধ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে বলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার