X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দরজায় ও কাঁথায় রক্তের দাগ, লাশ পুকুরের কাদায়

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২৩:১৯আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২৩:১৯

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিন দিন পর এনামুল হক দরবেশ (৬২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাড়ির পাশের পুকুরের কাদা মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন তিনি।

নিহত দরবেশ নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা মিয়াজি বাড়ির মৃত শামসুল হকের ছেলে। তার ৬ সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন এনামুল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নিহতের স্ত্রী পুকুরে পানি আনতে গিয়ে পায়ে কিছু লাগলে কাদামাটি তুলে দেখেন এনামুলের লাশ। পরে পুলিশ খবর পেয়ে পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্রে আঘাত, পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে। টিনশেডের ঘরের মাটির মেঝের অর্ধেক মাটি দিয়ে লেপে রাখা। এছাড়াও ঘরের বিভিন্ন দরজায় ও কাঁথার মধ্যেও রক্তের দাগ রয়েছে। ঘরের সামনে আঙিনায় মাটিতে রক্তের দাগের ওপর সিএনজিচালিত অটোরিকশা দাঁড় করিয়ে রাখা। এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ছেলে সুমন, পুত্রবধূ ও স্ত্রী মিলে এনামুলকে হত্যার পর লাশ পুকুরে গুম করে রাখে। নিহত এনামুল হক কৃষিকাজের পাশাপাশি মাইজভান্ডারের ভক্ত ছিলেন।

নাঙ্গলকোট থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হবে। তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এএসপি চৌদ্দগ্রাম সার্কেল সাইফুল ইসলাম সাইফ ঘটনাস্থল পরিদর্শন করেন। কুমিল্লা পিবিআই, সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট