X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফেনীর রোগীদের দুর্ভোগ কমাবে ১২ হাজার লিটারের অক্সিজেন ট্যাংক

ফেনী প্রতিনিধি
০৯ জুন ২০২১, ১৩:১৫আপডেট : ০৯ জুন ২০২১, ১৩:১৫

শ্বাসকষ্টসহ অক্সিজেন সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ কমাতে ফেনীতে জুনেই চালু হবে ১২ হাজার লিটারের লিকুইড অক্সিজেন ট্যাংক। ইতামধ্যে ট্যাংক স্থাপনের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপনের ফলে শ্বাসকষ্টজনিত রোগীদের দুর্ভোগ যেমন লাঘব হবে, তেমনি করোনা আক্রান্তদের মৃত্যুঝুঁকিও কমবে।

তিনি আরও বলেন, সম্প্রতি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে সিলিন্ডারের অক্সিজেনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। এ অবস্থায় গত এপ্রিল মাস থেকে ইউনিসেফফের অর্থায়নে লিকুইড অক্সিজেনের ট্যাংক স্থাপনের কাজ শুরু হয়। ইতোমধ্যে প্রকল্পের ৮০শতাংশ কাজ শেষ হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের অংশ হিসাবে প্রতিটি ওয়ার্ডেই কপার পাইপ, ভ্যাপারাইজারসহ প্রয়োজনীয় স্থাপনের কাজ চলছে। প্রায় সবকটি শয্যার পাশে বসেছে অক্সিজেন পোর্ট।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে শুরুর ৬ মাস পর্যন্ত প্রকল্পে ইউনিসেফ নিজস্ব লোক দিয়ে কাজ করাবে। এরমধ্যে আমরা দক্ষ লোক তৈরি করবো।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, করোনা আক্রান্ত রোগীদের জন্য ৪০-৬০ লিটার পর্যন্ত অক্সিজেন লাগে। সঠিক সময়ে এ অক্সিজেন দেওয়া হলে অনেক রোগীর জীবন রক্ষা পায়। এ ট্যাংক স্থাপনের ফলে ফেনী জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট দূর হবে। পর্যায়ক্রমে ১০শয্যার আইসিইউও চালু করা হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে