X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ঘরে বসে করোনার টিকা গ্রহণ, ব্যাংকারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২১, ১৫:৫০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৫:৫২

ঘরে বসে করোনার টিকা গ্রহণ করে ফেসবুকে ছবি পোস্টের পর মোহাম্মদ হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোবারক আলী নামে তার এক বন্ধুকেও আটক করা হয়েছে। মোবারক আলী স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের অফিসার।

রবিবার (৮ আগস্ট) রাতে হাসানকে এবং সোমবার (৯ আগস্ট) দুপুরে মোবারক আলীকে আটক করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান। তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

আটক হাসান খুলশী থানার নাসিরাবাদ এলাকার জাকির হোসেন বাইলেনে থাকেন। তার বাসা চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে। মোবারক আলীও একই এলাকার বাসিন্দা। 

ওসি শাহীনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, বাসায় টিকা নেওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রথমে মোহাম্মদ হাসানকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায় মোবারক আলী নামে তার এক বন্ধু টিকা সরবরাহ করেছে। দুপুরে অভিযান চালিয়ে তাকেও আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটি আমরা খতিয়ে দেখছি।

জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। কীভাবে তারা টিকা পেয়েছে এটি এখনও আমরা নিশ্চিত নই। সিভিল সার্জন কার্যালয়ে টিকার বাক্স খোলা হয় না। চাহিদার ভিত্তিতে টিকাদান কেন্দ্র পাঠিয়ে দিই। সেখানে টিকাগুলো খোলা হয়। পরে সেগুলো মানুষকে প্রয়োগ করা হয়।

তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন, গণটিকা প্রদানের প্রথম দিন ৭ আগস্ট স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের মাধ্যমে ওই টিকা সংগ্রহ করে থাকতে পারেন আটককৃতরা।

এ বিষয়ে জানতে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ধরেননি।

/এএম/
সম্পর্কিত
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করলো ইসরায়েল
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট