X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ই-অরেঞ্জের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১৬:০২আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৬:০৬

গ্রাহকের এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিওও) ও উপদেষ্টাসহ পাঁচ জনের মামলা করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. সাইফুল খাঁন (৩৭) নামে এক ভোক্তভোগী ৩৯ জন গ্রাহকের পক্ষে এই মামলা করেন।

মামলা আমলে নিয়ে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন। অ্যাডভোকেট এ এফ মজুমদার নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতারণার মামলাটি আদালত আমলে নিয়ে পিবিআইকে আগামী ১১ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন। ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের হাতে কুমিল্লার ৩৯ জন ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন। তাদের প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।

মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহাজাবিন, উপদেষ্টা মাসুকুর রহমান, সিওও আমানুল্লাহ, বিথী আক্তার ও কাওসারকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় আসামি ছাড়াও ই-অরেঞ্জের অন্য মালিকদেরও অজ্ঞাত পরিচয় আসামি করা হয়।

বাদীর অভিযোগ, গত ২৮ এপ্রিলের পর থেকে বিভিন্ন সময় পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে অর্থ প্রদান করেন গ্রহকরা। গত ১৫ মে থেকে নির্দিষ্ট সময়ের পরও তারা গ্রাহকদের কোনও পণ্য সরবরাহ করেনি। এরপর থেকে ফেসবুকে নোটিশের মাধ্যমে বিভিন্ন সময় গ্রাহকদের পণ্য সরবরাহে আশ্বস্ত করে আসছে। প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তারা এগুলো কিছু দিনের মধ্যে সরবরাহ করবে বলে জানায়। কিন্তু তারা পণ্য সরবরাহ না করে প্রায় এক লাখ গ্রাহকের এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করে। এই টাকার মধ্যে কুমিল্লার ৩৯ জন গ্রাহকের প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করেছে ই-অরেঞ্জ।

মামলার বাদী সাইফুল খাঁন, গ্রাহক মনজুর আহমেদ ও শরীফুল আলম জানান, ই-অরেঞ্জের সঙ্গে ই-কমার্স ব্যবসা করতে গিয়ে ৩৯ জন গ্রাহক কেউ পৈতৃক সম্পত্তি বিক্রি এবং ধার-দেনা করে লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। ই-অরেঞ্জের প্রতারণায় টাকা হরানোর ভয়ে কুমিল্লায় ৩৯ জনসহ সারাদেশের গ্রাহকরা মানসিকভাবে ভেঙে পড়েছে। দ্রুত বিনিয়োগকৃত টাকা বা পণ্য ফিরিয়ে দিয়ে দেওয়ার দাবি তাদের।

/এসএইচ/
সম্পর্কিত
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করে সৌদিপ্রবাসী প্রেমিকা
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ