X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের অবৈধ সংযোগ নিতে খুঁটিতে যুবক, স্পৃষ্ট হয়ে মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১৮:৫৮আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৯:০২

রাঙামাটির লংগদুতে অবৈধভাবে সংযোগ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা এলাকায় ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম আলমগীর হোসেন (৩৩)। তিনি জামতলা এলাকার শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক বেলাল হোসেন বলেন, ‘আলমগীর পেশায় একজন মোটরসাইকেল চালক। পাশাপাশি সে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করতো। সোমবার দুপুরে আমার বাড়িতে (আদর্শগ্রাম) বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বসতঘরে সংযোগ দেওয়ার জন্য কাজ করছিল। বিদ্যুতের খুঁটিতে উঠে তারে সংযোগ দেওয়ার সময়
সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় আমি খুঁটির নিচে দাড়িয়ে থাকলেও বিদ্যুৎস্পৃষ্ট  হওয়ার বিষয়টি বুঝতে পারিনি। এরপর আমিও তাকে সহযোগিতা করার জন্য মই বেয়ে খুঁটিতে উঠে তাকে ধরলে দুই জনে নিচে পড়ে যাই। পরবর্তী সময়ে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে এবং আলমগীরকে হাসপাতালে নিয়ে যায়।’

তিনি আরও জানান, তার কোনও বৈধ মিটার নাই। পরে মিটারের ব্যবস্থা করবেন। আপাতত গোপনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের কারও সঙ্গে যোগাযোগ করেননি। বিষয়টি ন্যায়সঙ্গত হয়নি বলে তিনি স্বীকার করেছেন।

এদিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অরবিন্দ চাকমা জানান, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশটি পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের স্থানীয় লাইনম্যান জুয়েল চৌধুরী বলেন, ‘আমরা শুনেছি, করল্যাছড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। তবে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি এবং প্রায় সময় তারা আমাদের অবগত না করেই অবৈধভাবে সংযোগের কাজ করে। আজকের বিষয়টিকে কেন্দ্র করে আমরাও খোঁজখবর নিচ্ছি।’

লংগদু বিদ্যুৎ উপ-কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া আলমগীর হোসেন আমাদের বিভাগের সঙ্গে জড়িত কেউ না। তারা সম্পূর্ণ অবৈধভাবে সংযোগ নিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিল। আমরা সবসময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কাজ করি। তবে লংগদু উপ-কেন্দ্রে জনবল কম থাকায় কাজ করতে খুব বেগ পেতে হচ্ছে। এরপরও আমরা বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে আরও জোর তৎপরতা চালাবো।’

লংগদু থানার ওসি (তদন্ত) সুজন হালদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট মারা যাওয়া যুবকের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
সর্বশেষ খবর
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?